মৃদু -সৌম্য
উন্মীলন -নিমীলন
অনৈক্য -বিভেদ
অনাবৃত উন্মুক্ত
বাজে
আম
হাফ
কম
অপাদানে ৭মী
কর্তায় ৭মী
অধিকরণে ৭মী
কর্মে ৭মী
প্রশ্নঃ 'রাতে তারা দেখা যায়' - এ বাক্যে 'রাতে' কোন কারকে কোন বিভক্তি?
বর্ণনাঃ
ক্রিয়া সম্পাদনের কাল (সময় ) এবং আধারকে অধিকরণ কারক বলে। এ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। ক্রিয়ার সাথে কোথায়/ কখন /কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন - রাতে তারা দেখা যায়। কখন তারা দেখা যায়? এরুপে প্রশ্ন করলে উত্তর পাই 'রাতে'।
দ্বিতীয়া তৎপুরুষ
নঞ তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
অলুক তৎপুরুষ
প্রশ্নঃ 'নাতিশীতোষ্ণ' কোন সমাসের উদাহরণ?
বর্ণনাঃ নঞ্ তৎপুরুষ সমাস: না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন: ন আচার= অনাচার, ন কাতর= অকাতর। এরূপ- অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল ইত্যাদি। খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অনা হয়। যেমন: ন কাল= অকাল বা আকাল। এরূপ- আধোয়া, নামঞ্জুর, অকেজো, অজানা, অচেনা, আলুনি, নাছোড়, অনাবাদী, নাবালক ইত্যাদি। না- বাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে নঞ্ তৎপুরুষ সমাস হতে পারে। যেমন: ন বিশ্বাস= অবিশ্বাস (বিশ্বাসের অভাব), ন লৌকিক= অলৌকিক (ভিন্নতা), ন কেশা= অকেশা (অল্পতা), ন সুর= অসুর (বিরোধ), ন কাল= অকাল (অপ্রশস্ত), ন ঘাট= অঘাট (মন্দ)। এরূপ- অমানুষ, অসঙ্গত, অভদ্র, অনন্য, অগম্য ইত্যাদি।
সোনার তরী
দ্রুতগামী
ভারপ্রাপ্ত
প্রাণপ্রিয়
দয়া
কিপটে লোক
বার্তা
তরবারি
তুর্কি
দেশি
ফারসি
ফরাসি
বিনয়ী
মুখর
সম্মতি
চুপচাপ
বাদি
সাক্ষী
বিবাদি
প্রমাণ
মীমাংসা
সুন্দর মিল
সুযোগ নষ্ট করা
কোনোটিই নয়
উঃ + স্থাপন
উৎ + স্থাপন
উথ + স্তাপন
উঃ + যাপন
প্রশ্নঃ 'উত্থাপন'- শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
বর্ণনাঃ কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য -ণ হয় চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ বেণু বীণা কঙ্কণ কণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা আপণ লাবণ্য নিপুণ ভণিতা পাণি গৌণ কোণ ভাণ পণ শাণ ।
কুহকিনী
কুহিকা
কুহিকানী
কুহিকী
হরিণ
কারণ
অর্পণ
বাণ
প্রশ্নঃ নিচের কোন বানানে স্বভাবতই 'মূর্ধন্য' (ণ) হয় -
বর্ণনাঃ কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য -ণ হয় চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ বেণু বীণা কঙ্কণ কণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা আপণ লাবণ্য নিপুণ ভণিতা পাণি গৌণ কোণ ভাণ পণ শাণ ।
অভিশ্রুতি
অপিনিহিতি
সমীভবন
বিষমীভবন
আমরা
হিমাচল
বেখবর
ঘরামি
কাজী নজরুল ইসলাম
মাইকেল মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র গুপ্ত
কায়কোবাদ
প্রশ্নঃ 'যুগসন্ধিক্ষণের কবি' হিসেবে পরিচিত কে?
বর্ণনাঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে 'যুগসন্ধিক্ষণের কবি' বলা হয়। ১৭৬০ সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং ১৯০১ সাল থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়নি। এই একশ (১৭৬০-১৮৬০) বছর কাব্যে আধুনিকতায় পৌঁছার প্রচেষ্টা চলেছে মাত্র। ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্যযুগের দেব-দেবীর কাহিনি বর্জন করে, ব্যক্তিকে কেন্দ্র করে ছোট ছোট কবিতা লেখা শুরু করেন। তাঁর মধ্যে মধ্যযুগের কাব্য -বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা -বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ্য করা যায় বলে, তাঁকে 'খাঁটি বাঙালি কবি ' বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় তাঁকে 'খাঁটি বাঙালি কবি' হিসেবে আখ্যায়িত করেন।
দুরন্ত পথিক
আঠারো বছর বয়স
চলে মুসাফির
যৌবনের গান
প্রশ্নঃ 'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে ,মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে' - উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ?
বর্ণনাঃ ১৯৩২ সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজ কাজী নজরুল ইসলামকে অভিনন্দন জানাতে গেলে তাদের উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন, তারই পরিমার্জিত ও লিখিত রুপ 'যৌবনের গান'।
বিন্দু বিসর্গ
অতসী মামী
মেজদিদি
সুতা
প্রশ্নঃ নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত?
বর্ণনাঃ 'অতসী মামী' (বাংলা-১৩৩৫) ডিসেম্বর, ১৯২৮ এবং জানুয়ারি , ১৯২৯ সালে পৌষ সংখ্যা 'বিচিত্রা' পত্রিকায় প্রকাশিত হয় । এ গল্পেই তিনি মানিক নামটি প্রথম ব্যবহার করেছেন। ফলে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছাউনিতে প্রবােধকুমার বন্দ্যোপাধ্যায় নামটি ঢাকা পড়ে যায় ।
রাখালী
নকশী কাঁথার মাঠ
বালুচর
ধানক্ষেত
প্রশ্নঃ কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত 'রুপাই' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?
বর্ণনাঃ নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্ দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক-যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
ডঃ দীনেশচন্দ্র সেন
ডঃ সুনীতি কুমার চট্রোপাধ্যায়
চন্দ্রকুুমার দে
ড. মুহম্মদ শহীদুল্লাহ
প্রশ্নঃ ঐতিহাসিক 'মৈমনসিংহ-গীতিকা'র সংগ্রাহক মূলত কে ছিলেন?
বর্ণনাঃ মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩-৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
Dulect
Mellifluous
Melodious
Raucous
Magnificent
Glorious
Splendid
Average
প্রশ্নঃ Find the odd word from each list.
বর্ণনাঃ Magnificent - জাঁকজমকপূর্ণ বা চমকপ্রদ, Glorious - চমৎকার বা মহিমান্বিত , Splendid -জমকালো, চমৎকার এবং Outstanding - অসাধারণ , বিশিষ্ট , শ্রেষ্ঠ। শব্দগুলো একই অর্থ বহন করে। অন্যদিকে Average শব্দের অর্থ গড় বা মধ্যমান । সুতরাং (ঘ) অপশনই odd word
Obscure
Limpid
Ambiguous
Vague
Paltry
Significant
Negligible
Immaterial
প্রশ্নঃ Find the odd word from each list.
বর্ণনাঃ paltry (adjective)
(of an amount) very small or meagre.
"She would earn a paltry £33 more a month"
Similar:
small,
meagre,
trifling,
insignificant,
negligible,
inadequate.
significant (adjective):
notable
noteworthy
worthy of attention
remarkable
outstanding
Discord
onflict
Dispute
Consent
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ