মীর মোশারফ হোসেন
দ্বীনবন্ধু মিত্র
হরিশ্চন্দ্র মিত্র
মানিক বন্দোপাধ্যায়
প্রশ্নঃ কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্ট মাস্টার পদে কর্মরত ছিলেন?
বর্ণনাঃ
দীনবন্ধু মিত্র ১৮৫৫ সালে ১৫০টাকা বেতনে পটনায় পোস্টমাস্টার নিযুক্ত হন। ক্রমে তার পদোন্নতি হয় এবং তিনি ওড়িশা, নদিয়া ও ঢাকা বিভাগে এবং পরে কলকাতায় সুপারিনটেন্ডেন্ট পোস্টমাস্টার নিযুক্ত হন। লুসাই যুদ্ধের সময় ডাকবিভাগের কাজে তিনি কাছাড়ে প্রেরিত হন। এই সময় তার তদারকি কর্মে সন্তুষ্ট হয়ে সরকার তাকে রায়বাহাদুর উপাধি দান করেন। যদিও ডাকবিভাগের উচ্চস্তরের কর্মচারী হয়েও উপযুক্ত বেতন তিনি পাননি।
দরিদ্রতা অভিশাপ
ফুল দেখতে সৌন্দর্য
ভুল লিখতে ভূল করো না
শনিতে অশনি দেখতে পেলাম
কর্মে শূন্য
কর্তৃকারকে শূন্য
অধিকরণে শূন্য
অপাদানে শূন্য
কাজী
যতীন্দ্রমোহন বাগচী
সুকান্ত ভট্টাচার্য
বন্দে আলী মিয়া
ঐতিহাসিক
আত্নজৈবনিক
সামাজিক
রহস্য
প্রশ্নঃ শরৎচন্দ্রের 'শ্রীকান্ত' কোন শ্রেনীর উপন্যাস ?
বর্ণনাঃ
শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিত মূলক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মোট চার খণ্ডে সমাপ্ত করেন। চারটি খণ্ড একসাথে লেখেন নি। যথাক্রমে ১৯১৭, ১৯১৮, ১৯২৭ এবং ১৯৩৩ সালে চারটি খণ্ড লেখা শেষ করেন।
সর্বনাম
বিশেষন
বিশেষ্য
অব্যয়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
প্রশ্নঃ 'ডাকহরকরা' গল্পটির রচয়িতা কে ?
বর্ণনাঃ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (আগস্ট ২৩, ১৮৯৮-সেপ্টেম্বর ১৪, ১৯৭১) বাংলা ভাষার এক জন অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও গল্পলেখক। ১৮৯৮ সালের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা-মায়ের নাম হরিদাস বন্দ্যোপাধ্যায় ও প্রভাবতী দেবী।
পদ্মার পলিদ্বীপ
রাখালী
ধানখেত
নক্সী কাঁথার মাঠ
প্রশ্নঃ নিচের কোনটি কবি জসিমউদদীনের রচনা নয় ?
বর্ণনাঃ
পদ্মার পলিদ্বীপ কথাসাহিত্যিক আবু ইসহাকের দ্বিতীয় উপন্যাস এবং চতুর্থ প্রকাশিত গ্রন্থ। 'মুক্তধারা' গ্রন্থটি প্রকাশ করে ১৯৮৬ সালের এপ্রিলে। এই সংস্করণে প্রদত্ত ছোট্ট ভূমিকা থেকে জানা যায় লেখক এটি লিখতে শুরু করেছিলেন ১৯৬০ সালে, আর লেখা সমাপ্ত করেন ১৯৮৫ সালে।
অবিরাম কান্না
ছিদকাদুনে
বৃথা চেষ্টা
বারংবার চেষ্টা করা
প্রশ্নবোধক
নিষেধাত্নক
আশ্চর্যবোধক
অনুজ্ঞা
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সুকান্ত ভট্টাচার্য
বন্দে আলী মিয়া
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে?
বর্ণনাঃ
জীবনানন্দ দাশ (১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪) (৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি। তাঁকে বাংলাভাষার "শুদ্ধতম কবি" বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য।
আবদুল হাকিম
আনিসুজ্জামান
হুমায়ুন আজাদ
সানজীদা খাতুন
প্রশ্নঃ কোন জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন নি?
বর্ণনাঃ
আবদুল হাকিম (১৬২০-১৬৯০) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি। নোয়াখালী জেলার বাবুপুর (মতান্তরে সন্দ্বীপের সুধারাম) ছিল কবির আবাসভূমি। তাঁর পিতা শাহ্ রাজ্জাক ছিলেন একজন পন্ডিত ব্যক্তি এবং তাঁর পীর ছিলেন সাহাবুদ্দীন। আবদুল হাকিম আরবি, ফারসি ও সংস্কৃত ভাষায় বিশেষ ব্যুৎপন্ন ছিলেন। হাদীস, আল-কুরআন, ফেকাহ প্রভৃতি শাস্ত্র এবং রামায়ণ, মহাভারত ও পুরাণ সম্পর্কেও তাঁর গভীর পান্ডিত্য ছিল।
আবদুল হাকিম প্রধানত প্রণয়োপাখ্যানের কবি ছিলেন। এ যাবৎ তাঁর পাঁচটি গ্রন্থ পাওয়া গেছে: ইউসুফ-জুলেখা, নূরনামা, দুররে মজলিশ, লালমোতি সয়ফুল্মূল্ক এবং হানিফার লড়াই। ইউসুফ-জুলেখা মোল্লা জামী রচিত ফারসি কাব্য ইউসুফ ওয়া জুলায়খা (১৪৮৩) এবং নূরনামা ফারসি নীতিকাব্য নূরনামাহ্ অবলম্বনে রচিত। ‘যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সেসব কাহার জন্ম নির্ণয় না জানি।।’ বাংলা ভাষার প্রতি এরূপ শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের জন্য কবির নূরনামা কাব্য বিশেষভাবে প্রশংসিত। দুররে মজলিশ নামের নীতিকাব্যও ফারসি কবি সাইফুজ জাফর রচিত দুর্রুল মজলিশ কাব্যের ভাবানুবাদ। এ কাব্যে আবদুল হাকিম শুধু শাস্ত্রকার নন, কবিও। লালমোতি সয়ফুল্মূল্ক একটি মৌলিক প্রণয়োপাখ্যানমূলক কাব্য। হানিফার লড়াই কাব্যের প্রাপ্ত পান্ডুলিপিটি খন্ডিত। আবদুল হাকিম সমাজের সার্বিক কল্যাণে বিশ্বাসী ছিলেন। তাই তিনি বিভিন্ন গ্রন্থে আদর্শ জীবন গঠনের পরামর্শ দিয়েছেন। [রাজিয়া সুলতানা]
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
মানিক বন্দোপাধ্যায়
প্রেমেন্দ্র মিত্র
প্রশ্নঃ পদ্ম-গোখরো' গল্পটির রচয়িতা কে ?
বর্ণনাঃ
নজরুলের 'পদ্ম-গোখরো' গল্পের মধ্যে আমরা সামন্ত সমাজের অধঃপতন আর ধর্মীয় ভ-ামির মুখোশ উন্মোচন করতে পারি। এছাড়া এই গল্পে সমাজের আরেকটি বাস্তব দিক অবলোকন করা যায়। তখনো গ্রামে জিন-ভূতের উপদ্রব ছিল। অশিক্ষা ও অজ্ঞতার সঙ্গে জিন-ভূতের একটা সম্পর্ক আছে। শহরে ধনী ও শিক্ষিত লোকদের জিনে-ভূতে তেমন বিশ্বাস হয় না।
অব্যয়ীভাব
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
প্রশ্নঃ 'বিয়েপাগলা' শব্দটি কোণ সমাস ?
বর্ণনাঃ
পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন: গুরুকে ভক্তি= গুরুভক্তি, আরামের জন্য কেদারা= আরামকেদারা, বসতের নিমিত্ত বাড়ি= বসতবাড়ি, বিয়ের জন্য পাগলা= বিয়েপাগলা ইত্যাদি।
আমি এটা না করে পারি না
আমি এটা সাহায্য ছাড়া করতে পারি না
আমি এটা করতে সাহায্য না করে পারি না
আমি এটা সাহায্য নিয়ে ও করতে পারি না
is using
has using
has been using
is being used
Who I am
Who am I
Who was I
Who I shall
Mixed
Simple
Pure bred
Productive
প্রশ্নঃ Which is of the following is the antonym of 'hybrid'?
বর্ণনাঃ
A hybrid is an animal or plant that has been bred from two different species of animal or plant , especially to get better characteristics and productivity.
So, antonym of "hybrid" will be ," pure" , "pure bred" , "unmixed"
Basement
Favour
Drawback
Injury
It rained since morning.
It has been raining since morning
It rains since morning.
It has rained since morning.
Curriculam vital
Curriculam vitae
Curriculam value
Curriculam voyage
second language
first language
foreign language
common language
Let the letter be posted
Let the letter posted
Let the letter post
Let the letter be post
Also, for
Moreover, but
However, in
On top of that, from
he has commited
has he done
he has done
has he comitted
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ