* মধ্যপ্রাচ্যের প্রধান রপ্তানি পণ্য তেল (Petroleum)।
* তেল সমৃদ্ধ দেশ ব্রুনাই এর আয়ের প্রধান উৎস পেট্রোলিয়াম উৎপাদন।
* Barrel (ব্যারেল) অপরিশোধিত তেল ওজন পরিমাপক একক।
* Brent index অপরিশোধিত তেলের (crude oil) মূল্য সম্পর্কিত।
* OPEC (Organization of the Petroleum Exporting Countries) বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশসমূহের সরকারদের সমন্বয়ে গঠিত একটি সংস্থা। এটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে। ১৯৬০ সালে ভেনিজুয়েলার উদ্যোগে ওপেক প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫টি। যথা- ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা। পরবর্তীতে আলজেরিয়া, ইকুয়েডর, লিবিয়া, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, অ্যাঙ্গোলা, গ্যাবন, নিরক্ষীয় গিনি এবং কঙ্গো প্রজাতন্ত্র ওপেকে যোগ দেওয়ায় সদস্য সংখ্যা দাঁড়ায় ১৪। ইকুয়েডর ১৯৯২ সালে ওপেক থেকে বেরিয়ে যায় এবং ২০০৭ সালে পুনরায় যোগদান করে। গ্যাবন ১৯৯৫ সালে ওপেক ত্যাগ করে কিন্তু ২০১৬ সালে পুনরায় যোগদান করে। ইন্দোনেশিয়া এবং কাতার যথাক্রমে ২০১৬ ও ২০১৯ সালে ওপেক ত্যাগ করে। ওপেকের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়। পরবর্তীতে ১৯৬৫ সালে সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তরিত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি ‘এনরন (Enron Corporation)’ ২০০১ সালে দেউলিয়া হয়ে যায়।