শেয়ার হচ্ছে কোম্পানির মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয়, সে অংশকে লভ্যাংশ বলে। লভ্যাংশ দুই প্রকার। নগদ এবং স্টক লভ্যাংশ।
শেয়ার বাজার
যে বাজারে সিকিউরিটিজ কেনাবেচা হয় তাকে শেয়ার বাজার বলে। বাংলাদেশে বর্তমানে দুটি শেয়ারবাজার রয়েছে। ১. ঢাকা স্টক এক্সচেঞ্জ। ২. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
IPO
শেয়ারবাজারে জনসাধারণের জন্য কোম্পানির প্রাথমিক শেয়ার বা ডিবেঞ্জার বিক্রির নাম IPO বা গণবিক্রয়। এর মূল্য নির্ণিয়ের পদ্ধতি হলো একটি বুক বিল্ডিং পদ্ধতি।
সেকেন্ডারি শেয়ার
প্রাইমারি শেয়ার যখন শেয়ারবাজারে তার চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয় তাখন তাকে সেকেন্ডারি শেয়ার বলে।
Blue Chip
যে সকল কোম্পানির আর্থিক অবস্থা খুবই ভালো এবং সুসংহত , ব্যবস্থাপনা ও পরিচালনার মান প্রশ্নাতীত এবং উৎপাদিত পণ্যের বাজারও নিরাপদ এবং সর্বোপরি কোম্পানির লভ্যাংশের হারও খুব আকর্ষনীয়, সে সকল কোম্পানীর শেয়ার Blue Chip শেয়ার নামে পরিচিত।
BSEC
SEC ( securities and exchange commission) এর পরিবর্তীত নাম BSEC। এটি ৮ জুন ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম এই সংস্থা নিয়ন্ত্রণ করে থাকে। শেয়ার লেনি দেনের ইলেকট্রনিক ব্যবস্থা De mat। বাংলাদেশের স্টক শেয়ারে এ পদ্ধতি প্রবর্তিত হয়েছে।
সার্কিট ব্রেকার
শেয়ারের মূল্যের অত্যাধিক পরিবর্তনের এক ধরনের প্রতিবন্ধকতা হচ্ছে সার্কিট ব্রেকারের কাজ।