বর্ণনাঃ মুক্তিযুদ্ধের সময় এক রাতে একটি গ্রামের নারী-পুরুষেরা এসেছে মাতবরের কাছে। তাদের চোখে-মুখে উৎকণ্ঠা। গত রাতেও পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন মাতবরের সঙ্গে দেখা করেছে জানিয়ে সবাইকে আশ্বস্ত করেছে সে। পাকিস্তানি বাহিনীর ওপর ভরসা রাখতে বলছে উপস্থিত লোকজনকে। গ্রামবাসী সহজে আশ্বস্ত হতে পারে না। সৈয়দ শামসুল হকের লেখা কালজয়ী নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়-এর পটভূমি এটি।
'শবদাহ' গুরুচণ্ডালী দোষমুক্ত। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। এখানে 'শব' ও ' দাহ' শব্দ দুটি সাধু ভাষা। তাই শবদাহ শব্দটি গুরুচণ্ডালী দোষমুক্ত।