ফ্রান্স
মার্কিন যুক্তরাষ্ট্র
চীন
ব্রিটেন
প্রশ্নঃ জাতিসংঘের বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র__
বর্ণনাঃ
বাংলাদেশকে জাতিসংঘে সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে চীন আবারও ভেটো প্রয়োগের হুমকি দেয়। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে যুদ্ধপরবর্তী সময়ে গৃহীত জাতিসংঘ প্রস্তাব বাস্তবায়িত না হলে চীন তার ভেটো ক্ষমতা ব্যবহার করবে বলে জানিয়ে দেয় বেইজিং। পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো আয়োজিত নৈশভোজে ভাষণদানকালে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী চিয়াও কুরান হুয়া এই হুমকি দেন।
তিনি বলেন, ন্যায়ের পতাকাকে সমুন্নত রাখার জন্যই চীন বাংলাদেশের জাতিসংঘভুক্তির আবেদনের বিরুদ্ধে ভেটো দিয়েছে। এটা একটা ন্যায়সঙ্গত ভেটো । দরকার হলে আবার ভেটো প্রয়োগ করা হবে। চিয়াও বলেন, চীন-পাকিস্তান মৈত্রী আরও মজবুত করার জন্য তিনি পাকিস্তানে এসেছেন বলেও উল্লেখ করেন। তার বক্তব্যের আগে ভুট্টো বলেন, পাক-চীন বন্ধুত্ব সামনের দিকেই এগোবে। পাকিস্তান চীনের পাশে থাকবে কারণ চীন-পাকিস্তানের পাশে থেকেছে।
আইরিন খান
আসমা জাহাঙ্গীর
প্যাট্রিসিয়া ডুরাই
লুবনা আল কাসিমি
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে
তাসমান সাগর ও প্রশান্ত মহাসাগরকে
আটলান্টিক ও উত্তর সাগরকে
এডেন ও লোহিত সাগরকে
প্রশ্নঃ হরমুজ প্রণালী সংযুক্ত করেছে __
বর্ণনাঃ
হরমুজ প্রণালী সরু জলপথ যা পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। ৩৪ কিলোমিটার দীর্ঘ এই প্রণালীটি পারস্য উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে।
ভুটানের
নেপালের
মালদ্বীপের
শ্রীলংকার
প্রশ্নঃ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সেনাবাহিনী নেই__
বর্ণনাঃ
মালদ্বীপ নামটি সম্ভবত "মালে দিভেহী রাজ্য" হতে উদ্ভূত যার অর্থ হল মালে অধিকৃত দ্বীপরাষ্ট্র। কারো কারো মতে সংস্কৃত 'মালা দ্বীপ' অর্থ দ্বীপ-মাল্য বা 'মহিলা দ্বীপ' অর্থ নারীদের দ্বীপ হতে মালদ্বীপ নামটি উদ্ভূত। প্রাচীন সংস্কৃতে যদিও এরকম কোনও অঞ্চলের উল্লেখ পাওয়া যায় না। তবে প্রাচীন সংস্কৃতে লক্ষদ্বীপ নামক এক অঞ্চলের উল্লেখ রয়েছে। লক্ষদ্বীপ বলতে মালদ্বীপ ছাড়াও লাক্কাদ্বীপ পুঞ্জ অথবা চাগোস দ্বীপপুঞ্জকেও বোঝানো হয়ে থাকতে পারে। অপর একটি মতবাদ হল তামিল ভাষায় 'মালা তিভু' অর্থ দ্বীপমাল্য হতে মালদ্বীপ নামটি উদ্ভূত ।
মধ্যযুগে ইবন বতুতা ও অন্যান্য আরব পর্যটকেরা এই অঞ্চলকে 'মহাল দিবিয়াত' নামে উল্লেখ করেছেন। আরবীতে মহাল অর্থ প্রাসাদ। বর্তমানে এই নামটিই মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয়। [৫]
একজন গ্রিক
একজন পাকিস্তানি
একজন বাংলাদেশী
একজন জার্মান
প্রশ্নঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ৭ম সেক্রেটারি জেনারেল __
বর্ণনাঃ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা। আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ের উত্তরণ ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে সংস্থাটি একযোগে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ১৯৬১ সালে যুক্তরাজ্যে স্থাপিত হয়। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ৭ম সেক্রেটারি জেনারেল আইরিন খান ( ২০০১-২০১০ ) একজন বাংলাদেশী। বর্তমান সেক্রেটারি জেনারেল কুমি নাইডু (২০১৮-বর্তমান) ।
ECO
UNU
EC
WTO
বিজয়লক্ষ্মী পণ্ডিত
বিচারপতি স্যার চৌধুরী জাফর উল্লাহ খান
হুমায়ুন রশীদ চৌধুরী
কফি আনান
প্রশ্নঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন__
বর্ণনাঃ
হুমায়ূন রশীদ চৌধুরী বাংলাদেশের একজন কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদে ১৯৯৬ - ২০০১ পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন। বাংলা, ইংরেজি, উর্দু, ফরাসি এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারতেন। এছাড়াও আরবি, স্পেনীয়, পর্তুগিজ, জার্মান এবং ইন্দোনেশীয় ভাষায়ও তার সম্যক দখল ছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
ECO
EEC
IMF
WTO
বাথ
রুপি
গুলট্রাম
মানাত
এরিক কে. কার্লফেল্ট
পার্ল এস. বাক
পাবলো নেরুদা
সল বেলে
১ জানুয়ারি ১৯৯৯
১ জুন ১৯৯৯
১ জানুয়ারি ২০০০
১ জুন ২০০০
২ বছরের জন্য
৫ বছরের জন্য
৬ বছরের জন্য
৩ বছরের
সুন্দা প্রণালী
ডোবার প্রণালী
বেরিং প্রণালী
পক প্রণালী
প্রশ্নঃ ভারতকে শ্রীলংকা থেকে পৃথক করেছে_
বর্ণনাঃ
১. প্রণালী: পক প্রণালী। পৃথক করেছে: ভারত-শ্রীলংকা। সংযুক্ত করেছে: ভারত মহাসাগর-আরব সাগর ।
২. প্রণালী: জিব্রল্টার প্রণালী। পৃথক করেছে: সুমাত্রা-মালয়েশিয়া। সংযুক্ত করেছে: বঙ্গোপসাগর-জাভা সাগর ।
৩. প্রণালী: বেরিং প্রণালী। পৃথক করেছে: আমেরিকা-এশিয়া । সংযুক্ত করেছে: উত্তর সাগর-বেরিং সাগর।
৪. প্রণালী: ডোভার প্রণালী। পৃথক করেছে: যুক্তরাজ্য-ফ্রান্স। সংযুক্ত করেছে: ইংলিশ চ্যানেল-উত্তর সাগর।
৫. প্রণালী: বাবেল মান্দেব। পৃথক করেছে: এশিয়া-আফ্রিকা । সংযুক্ত করেছে: এডেন-লোহিত সাগর ।
৬. প্রণালী: বসফরাস প্রণালী। পৃথক করেছে: এশিয়া-ইউরোপ। সংযুক্ত করেছে: মর্মর সাগর-কৃষ্ণসাগর ।
৭. প্রণালী: ফ্লোরিডা প্রণালী। পৃথক করেছে: কিউবা-ফ্লোরিডা । সংযুক্ত করেছে: মেক্সিকো উপসাগর-আটলান্টিক মহাসাগর ।
৮. প্রণালী: ইংলিশ চ্যানেল। পৃথক করেছে: ফ্রান্স-বিটেন। সংযুক্ত করেছে: আটলান্টিক-উত্তরসাগর।
৯. প্রণালী: মোজাম্বিক প্রণালী। পৃথক করেছে: মোজাম্বি-মালাগাছি । সংযুক্ত করেছে: ভারত মহাসাগর-ভারত মহাসাগর।
১০. প্রণালী: হরমুজ প্রণালী। পৃথক করেছে: ইরান-সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত করেছে: পারস্য উপসাগর-ওমান উপসাগর ।
১১. প্রণালী: ফরমোজা প্রণালী। পৃথক করেছে: চীন-তাইওয়ান। সংযুক্ত করেছে: চীন সাগর-টুকিং সাগর চীন সাগর-টুকিং সাগর।
১২. প্রণালী: তাতার প্রণালী। পৃথক করেছে: রাশিয়-শাখনীল দ্বীপ । সংযুক্ত করেছে: জাপান সাগর-ওখটস্ক সাগর।
মস্কোতে
বাকুতে
মিনস্কে
দুশাবনে
২০০৬ সালে , ভারতে
২০০৬ সালে, কিউবাতে
২০০৭ সালে , দক্ষিণ আফ্রিকাতে
নিজে চেষ্টা করুন
২৪তম অক্ষরেখা
৩৮ তম অক্ষরেখা
১৭ তম অক্ষরেখা
৪৯ তম অক্ষরেখা
প্রশ্নঃ দুই কোরিয়ার বিভক্তি সূচক সীমারেখার নাম__
বর্ণনাঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কোরিয়া দ্বীপটি জাপানের নিয়ন্ত্রণাধীন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিত বাহিনী কোরিয়া দ্বীপ দখল করে নেয়। পরে সোভিয়েত ইউনিয়নের রেড আর্মিরা উত্তর কোরিয়ার বিশাল অংশ এবং মার্কিন সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। দুই পরাশক্তি তাদের নিয়ন্ত্রণাধীন অংশে নিজেদের ভাবধারাপুষ্ট সরকার গঠন করে এবং ৩৮ তম অক্ষরখা বরাবর করিয়াকে সমান্তরাল করে বিভক্ত করে। তবে তা সত্ত্বেও ১৯৫০ সালে এ বিভক্তি অতিক্রম করেই দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
২৪ তম অক্ষরেখা
৩৮ তম অক্ষরেখা
১৭ তম অক্ষরেখা
৪৯ তম অক্ষরেখা
প্রশ্নঃ দুই কোরিয়ার বিভক্তি সূচক সীমারেখার নাম __
বর্ণনাঃ
সুইজারল্যান্ড
আর্মেনিয়া
পূর্ব তিমুর
অ্যান্ডোরা
মালির রাজধানী
মালদ্বীপের রাজধানী
মালাউইর রাজধানী
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী
প্রশ্নঃ 'পুত্রজায়া' হলো-
বর্ণনাঃ
কুড়িগ্রাম
লালমনিরহাট
নীলফামারী
ঠাকুরগাঁও
প্রশ্নঃ দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল কোন জেলায় অবস্থিত?
বর্ণনাঃ
দহগ্রাম ইউনিয়ন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন ও বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল, যা ভারতের মূল ভূখন্ডের মধ্যে অবস্থিত। এর তিন দিকে ভারতের কুচবিহার জেলা, একদিকে তিস্তা নদী, নদীর ওপারেও ভারতীয় ভূখণ্ড। ভৌগলিক কারণে এটি দহগ্রাম-আঙ্গোরপোতা ছিটমহল নামেই বেশি পরিচিত।
খাজা ওয়াসী উদ্দিন
ড. কামাল হোসেন
হুমায়ুন রশীদ চৌধুরী
এনায়েত করিম
প্রশ্নঃ জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি _
বর্ণনাঃ
হুমায়ূন রশীদ চৌধুরী বাংলাদেশের একজন কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদে ১৯৯৬ - ২০০১ পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন। বাংলা, ইংরেজি, উর্দু, ফরাসি এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারতেন। এছাড়াও আরবি, স্পেনীয়, পর্তুগিজ, জার্মান এবং ইন্দোনেশীয় ভাষায়ও তার সম্যক দখল ছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
নাফ নদী
কর্ণফুলী নদী
সুরমা নদী
কুশিয়ারা নদী
প্রশ্নঃ নিচের কোনটির উপর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত?
বর্ণনাঃ
বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত। কর্ণফুলী বহুমুখী প্রকল্প এর অংশ হিসেবে ১৯৬২ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী হাইড্রোপাওয়ার স্টেশন নামের এই জলবিদ্যুৎ কেন্দ্রটির প্রাথমিক উৎপাদন ক্ষমতা ছিল ৮০ মেগাওয়াট। পরবর্তীতে এর উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াটে উন্নীত করা হয় ।
টিপু সুলতান
শাহ সুজা
শায়েস্তা খান
আলীবর্দী খান
প্রশ্নঃ 'লালবাগের কেল্লা' স্থাপন করেন__
বর্ণনাঃ
লালবাগের কেল্লা (কিলা আওরঙ্গবাদ) ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে, মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসুরী, মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি
সোনালী ব্যাংক
রুপালী ব্যাংক
কৃষি ব্যাংক
শাহজালাল ব্যাংক
কৃষি
স্বাস্থ্য
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন
শিক্ষা ও প্রযুক্তি
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ