66053 প্রশ্নের মাধ্যমে নিজের দক্ষতা যাচাই করুন।
মুঘল সাম্রাজ্য জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ১৫২৬ সালে ইব্রাহীম লোদীকে প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পানিপথের যুদ্ধ পানিপথ উত্তর পশ্চিম ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহর। এটি দিল্লী থেকে ৯০ কি. মি. উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত। ওখানে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে পানিপথের যুদ্ধ হিসাবে খ্যাত তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ সাল পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সাল পানিপথের তৃতীয় যুদ্ধ ১৭৬১ সাল প্রতিপক্ষ বাবর এবং ইব্রাহীম লোদী আকবরের সেনাপতি বৈরাম খান এবং আফগানের নেতা হিমু আহমদ শাহ আবদালি এবং মারাঠা ফলাফল ইব্রাহীম লোদী পরাজিত ও নিহত হন। বাবর এই যুদ্ধে ভারতের ইতিহাসে প্রথম কামান ব্যবহার করে হিমু পরাজিত ও নিহত হন। আকরব দিল্লী অধিকার করেন। মারাঠা শাসকদের পেশোয়া বলে। আহমদ শাহ আবদালি মারাঠা দিগকে পরাজিত করেন।
মুঘল সাম্রাজ্য
জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ১৫২৬ সালে ইব্রাহীম লোদীকে প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
পানিপথের যুদ্ধ
পানিপথ উত্তর পশ্চিম ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহর। এটি দিল্লী থেকে ৯০ কি. মি. উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত। ওখানে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে পানিপথের যুদ্ধ হিসাবে খ্যাত তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়।
যুদ্ধ
পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ সাল
পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সাল
পানিপথের তৃতীয় যুদ্ধ ১৭৬১ সাল
প্রতিপক্ষ
বাবর এবং ইব্রাহীম লোদী
আকবরের সেনাপতি বৈরাম খান এবং আফগানের নেতা হিমু
আহমদ শাহ আবদালি এবং মারাঠা
ফলাফল
ইব্রাহীম লোদী পরাজিত ও নিহত হন। বাবর এই যুদ্ধে ভারতের ইতিহাসে প্রথম কামান ব্যবহার করে
হিমু পরাজিত ও নিহত হন। আকরব দিল্লী অধিকার করেন।
মারাঠা শাসকদের পেশোয়া বলে। আহমদ শাহ আবদালি মারাঠা দিগকে পরাজিত করেন।
ব্যাখ্যা পরিবর্তন করুন।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন ব্যাখ্যা পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে।
পয়েন্ট পেতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
সালভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ