১০ জানুয়ারি
১১জুলাই
১৫ আগস্ট
প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি ?
বর্ণনাঃ
বিশ্ব জনসংখ্যা দিবস প্রথম পালিত হয় ১৯৮৭ সালে। তখন বিশ্বের জনসংখ্যা ছিল ৫০০ কোটি। এর পরের বছর ১৯৮৮ সালে United Nations Population Fund (UNFPA)- এর সভায় প্রতিবছর ১১ জুলাই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সুপারিশক্রমে ১৯৮৯ সালে জাতিসংঘ প্রতিবছর ১১ জুলাইকে জনসংখ্যা দিবস হিসেবে গ্রহণ করে এবং ১৯৯০ সাল থেকে United Nations Population Fund (UNFPA) এর নির্দেশনায় পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
রামনাথ কবিন্দ
এ জে আবুল কালাম
আসিফ আলী জারদারী
পতিভা পাতিল
প্রশ্নঃ ভারতের রাষ্টপতির নাম কি ?
বর্ণনাঃ
ভারতের ১২তম এবং প্রথম নারী রাষ্ট্রপতি শ্রীমতি প্রতিভা পাতিল। তিনি ১১তম রাষ্ট্রপতি এ পি যে আবদুল কালামের পর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ২৫ জুলাই ২০০৭। ২৫ জুলাই ২০১২ ভারতের ১৩ তম ও প্রথম বাঙালি হিসেবে প্রণব মুখারজী দায়িত্বভার গ্রহণ করেন।
এম এ মুহিত
মুসা ইব্রাহীম
ড. মুহাম্মদ ইউনুস
৬মাস
৩মাস
২মাস
প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে মাতৃত্বকালীন ছুটি কত মাস?
বর্ণনাঃ
বাংলাদেশে বর্তমানে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস।
মাতৃত্বকালীন ছুটি ছয় মাস ছূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরিতে কর্মরত নারীরা এখন থেকে এ ছুটি ভোগ করবেন।
আগে তাঁরা ছুটি পেতেন চার মাস।
সরকারি চাকরি বিধি (পার্ট-১) ১৯৭ ধারার উপধারা ১ সংশোধন করে এ বিধান করা হয়েছে।
তবে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিষয়টি বাধ্যতামূলক নয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে শিশুকে ছয় মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো এবং শিশুর সার্বিক পরিচর্যার জন্য মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাতৃকালীন ছুটি ৬মাস করার বিষয়টিতে গত ৭ ডিসেম্বর অর্থ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়।
বান্দরবান
পঞ্চগড়
রাঙ্গামাটি
প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত আছে?
বর্ণনাঃ
বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত আছে।
রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এটি বাংলাদেশের বৃৃৃহত্তম জেলা।
এটি বাংলাদেশের একমাত্র জেলা, যার সাথে ভারত ও মায়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে।
চুয়াডাঙ্গা
মেহেরপুর
সিরাজগঞ্জ
যুক্ত্রারাষ্ট
জাপান
পর্তুগাল
প্রশ্নঃ জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ?
বর্ণনাঃ
জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন দক্ষিণ কোরিয়ার নাগরিক। তিনি হচ্ছেন মিয়ানমারের উ থান্টের পর জাতিসংঘের দ্বিতীয় এশীয় মহাসচিব। তিনি ১ জানুয়ারি ২০০৭ মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন এবং ১ জানুয়ারি ২০১২ থেকে দ্বিতীয় মেয়রের জন্য নির্বাচিত হন। নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে পাঁচ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন।
ভারত
ইংল্যান্ড
পাকিস্তান
আনোফিলিস
এডিস
কিউলেক্স
২৩ সেপ্টেম্বর
২৩মার্চ
২১জুন
প্রশ্নঃ কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়?
বর্ণনাঃ
২৩ সেপ্টেম্বর এবং ২১ মার্চ তারিখে পৃথীবির সর্বত্র দিন-রাত্রি সমান হয়। কেননা, এ সময় (দিন) সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। পক্ষান্তরে ২১ জুন উত্তর গোলার্ধে দিন বড়, রাত ছোট আর ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন বড়, রাত ছোট।
কাজী নজ্রুল ইসলাম
শামসুর রহমান
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ বাংলাদেশের রণসঙ্গীত এর রচয়িতা কে?
বর্ণনাঃ
বাংলাদেশের রণসঙ্গীত এর রচয়িতাকাজী নজরুল ইসলাম।
নতুনের গান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক ১৯২৯ খ্রিস্টাব্দে রচিত এবং সুরারোপিত সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি গান।
দাদরা তালের এই সঙ্গীতটি ১৯৭২ সালের ১৩ই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের তৎকালীন মন্ত্রীসভার প্রথম বৈঠকে বাংলাদেশের রণ-সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়।
বাংলাদেশের যে কোনো সামরিক অনুষ্ঠানে এই গানটির ২১ লাইন যন্ত্রসঙ্গীতে বাজানো হয়।
গানটি ২০০৬ সালে বিবিসি বাংলার করা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বিশটি বাংলা গানের ১৮তম স্থান অধিকার করে।
নিউইয়র্ক
লন্ডন
জেনেভা
প্রশ্নঃ WHO- এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
বর্ণনাঃ
WHO এর পূর্ণরূপ World Health Organisation বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৪ (সর্বশেষ দক্ষিণ সুদান, ২০১১)। WHO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
তাজউদ্দীন আহমেদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
বর্ণনাঃ
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দীন আহমেদ।
তাজউদ্দীন আহমদ (২৩ জুলাই ১৯২৫ - ৩ নভেম্বর ১৯৭৫) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসাবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হবার পর আরও তিনজন জাতীয় নেতাসহ তাকে বন্দী করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর বন্দী অবস্থায় তাকে হত্যা করা হয়।
ব্রাজিল
ইতালি
স্পেন
প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল ২০১০ এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
বর্ণনাঃ
১৯ তম বিশ্বকাপ ফুটবল ১১ জুন ১১ জুলাই ২০১০ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। এ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় স্পেন এবং রানার আপ হয় নেদারল্যান্ড। ২০ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০১৪ সালে ব্রাজিলে। ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি ও রানার আপ আর্জেন্টিনা।
১৯৭২ সাল
১৯৭৫ সাল
১৯৫২ সাল
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান কোন সালে প্রনীত হয়?
বর্ণনাঃ
১৯৭২ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ‘অস্থায়ী সংবিধান আদেশ’ জারি করেন। এরপর ১৯৭২ এর ২৩ মার্চ পরবর্তী রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশ গণপরিষদ আদেশ’ জারি করেন এবং ২৬ মার্চ ১৯৭১ থেকে তা কার্যকর হয়। ১০ এপ্রিল ১৯৭২ রাষ্ট্রপতি কর্তৃক আহুত গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ১১ এপ্রিল ১৯৭২ ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত এবং মহিলা সদস্য রাজিয়া বানু। এ কমিটি ১১ অক্টোবর ১৯৭২ গণপরিষদের সংবিধান বিল উত্থাপন করে তা ৪ নভেম্বর গনপরিষদে গৃহীত হয়। ১৯৭২ সালে ১৬ ডিসেম্বর থেকে এ সংবিধান কার্যকর হয়।
Central Power Unit
Central processing unit
Central Purchase Unit
প্রশ্নঃ CPU- এর পূর্ণরূপ কি?
বর্ণনাঃ
CPU- এর পূর্ণরূপ Central processing unit।
কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট (সিপিইউ) হল একটি কম্পিউটারের মধ্যাবস্থিত একটি যন্ত্রাংশ যা প্রোগ্রামের দেয়া নির্দেশনা পালন করে।
বিশেষভাবে দেয়া এসব নির্দেশনা পালন করতে গিয়ে এটি বিভিন্ন গাণিতিক, যৌক্তিক কার্যাবলি, নিয়ন্ত্রণ ও ইনপুট আউটপুট কার্যাদি সম্পন্ন করে। ১৯৬০ দশকের শুরুর দিকে এই নামে যন্ত্রটিকে ডাকা শুরু হয়।
লিথিয়াম
হিলিয়াম
সিসা
প্রশ্নঃ সবচেয়ে হালকা ধাতু কি ?
বর্ণনাঃ
রসায়ন বিজ্ঞান অনুসারে লিথিয়াম (Li), হিলিয়াম (He) ও সীসা (Pb) এর ভরসংখ্যা হচ্ছে যথাক্রমে 6.941, 4.0026 ও 207.2। যেহেতু ধাতুগুলোর মধ্যে লিথিয়ামের ভর (6.941<207.2) কম তাই লিথিয়ামই হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। উল্লেখ্য, এখানে হিলিয়াম হচ্ছে অধাতু।
২৩২জন
৭জন
২০জন
প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন ?
বর্ণনাঃ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বসূচক সর্বচ্চ উপাধি বীরশ্রেষ্ঠ। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৭ জন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন। এছাড়া ৬৮ জন বীর উত্তর, ১৭৫ জন বীর বিক্রম এবং ৪২৬ জন বীর প্রতীক উপাধি লাভ করেন।
সিংহলি
উর্দু
বাংলা
প্রশ্নঃ সিডর কোন ভাষার শব্দ?
বর্ণনাঃ
সিংহলি ভাষার শব্দ সিডর (Sidr)- এর অর্থ চোখ। ২০০৭ সালে ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে চতুর্থ ঘূর্ণিঝড়টির নাম সিডর। এর আর একটি নাম হচ্ছে Tropical Cyclone 06 B. সাফির- সিম্পসন স্কেল অনুযায়ী একে ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় আখ্যা দেয়া হয়েছে।
ও পজেটিভ
বি পজেটিভ
এ নেগেটিভ
প্রশ্নঃ কোন রক্ত গ্রুপ কে সর্বজনীন দাতা বলে ?
বর্ণনাঃ
মানুষের রক্তের চারটি গ্রুপ আছে। যথাঃ A, B, O ও AB। AB গ্রুপ সব গ্রুপ হতে রক্ত-গ্রহণ করতে পারে বলে একে সর্বজনীন গ্রহীতা গ্রুপ বলা হয়। পক্ষান্তরে O গ্রুপ সব গ্রুপকে রক্ত দান করতে পারে বলে একে সর্বজনীন দাতা গ্রুপ বলা হয়।
মানিক মিয়া এভিনিউ
রেসকোর্স ময়দান
পল্টন ময়দান
প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সনের ৭মার্চ কোথায় ঐতিহাসিক ভাষন দেন ?
বর্ণনাঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ারদী উদ্যান) ঐতিহাসিক ভাষণ দেন। ৩ মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার ঘোষণাপত্র পাঠ করা হয়।
চর্যাপদ
ব্রজবুলি
ঠাকুরমার ঝুলি
প্রশ্নঃ বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি ?
বর্ণনাঃ
বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন ‘চর্যাপদ’। চর্যাপদের ২৩ মতান্তরে ২৪ জন কবি ছিলেন। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে ৬৫০-১২৫০ সালের মধ্যে এবং ড. সুনীতিকুমারের মতে ৯৫০-১২৫০ সালের মধ্যে চর্যাপদ রচিত হয়। বাংলা সাহিত্যের অধিকাংশ পন্ডিত সুনীতিকুমারের মতামতকে সমর্থন করেছেন।
বিষাদ সিন্ধু
আলালের ঘরের দুলাল
কপালকুন্ডলা
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ?
বর্ণনাঃ
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর) রচিত ‘আলালের ঘরের দুলাল’। এটি ১৮৫৮ সালে প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ উপন্যাসটি ১৮৬৬ সালে প্রকাশিত হয়। মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ ১৮৯১ সালে প্রকাশিত হয়।
১০টি
২০টি
৫টি
বহুব্রীহি সমাস
দ্বিগু সমাস
দ্বন্দ সমাস
প্রশ্নঃ লাঠালাঠি শব্দটি কোন সমাস?
বর্ণনাঃ
যে সমাসের সমস্ত পদে পূর্বপদ ও পরপদের অর্থ প্রধানরুপে প্রতীয়মান না হয়ে অন্য একটি পদের অর্থ প্রধানরুপে প্রতীয়মান হয়, তাকে বহুব্রীহি সমাস বলে। বহুব্রীহি সমাস ৮ প্রকার। যথাঃ ১. সমানাধিকরণ বহুব্রীহি, ২. ব্যধিকরণ বহুব্রীহি, ৩. মধ্যপদলোপী বহুব্রীহি, ৪. ব্যতিহার বহুব্রীহি ৫. অলুক বহুব্রীহি ৬. নঞ্চ বহুব্রীহি ৭. প্রত্য্যান্ত বহুব্রীহি ও ৮. দ্বিগু বা সংখ্যাবাচক বহুব্রীহি। এদের মধ্যে ‘লাঠালাঠি’ শব্দের ব্যতিহার বহুব্রীহি সমাস, যার ব্যাসবাক্য লাঠিতে লাঠিতে যে যুদ্ধ- লাঠালাঠি। একইরুপে দুটি বিশেষ্য পদ একসঙ্গে বসে পরস্পর একই জাতীয় কাজ করলে যে সমাস হয় তাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ