বর্ণনাঃ আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আলাওল। বাংলা সাহিত্য আরাকানকে রোসাঙ্গ বা রোসাং নামে উল্লেখ করা হয়। আলাওল রচিত গ্রন্থগুলি হলো পদ্মাবতী, তোহফা বা তত্ত্বোপদেশ হপ্ত পয়কর, সয়ফুলমূলক বদিউজ্জামান, সিকান্দরনামা, রাগতালনামা এবং দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থ সতীয়না লোর চন্দ্রানী। পদ্মাবতী কাব্যটি মহাকবি আলাওল হিন্দি পদুমাবৎ থেকে বাংলায় অনুবাদ করেন।
'শবদাহ' গুরুচণ্ডালী দোষমুক্ত। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। এখানে 'শব' ও ' দাহ' শব্দ দুটি সাধু ভাষা। তাই শবদাহ শব্দটি গুরুচণ্ডালী দোষমুক্ত।