রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়
মীর মশাররফ হোসেন
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
প্রশ্নঃ 'পথিক তুমি পথ হারাইয়াছ' কথাটি কার?
বর্ণনাঃ
কপালকুণ্ডলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস।
সম্ভবত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। ১৮৬৬ খ্রিষ্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়।
গিরিশচন্দ্র ঘোষ এই উপন্যাসের একটি নাট্যরূপ দেন (১৮৭৩)এবং দামোদর মুখোপাধ্যায় এই উপন্যাসের একটি উপসংহার উপন্যাস রচনা করেন এবং নামকরন করেন মৃন্ময়ী (১৮৭৪)।
এটি বাংলা সাহিত্যের একটি কাব্যধর্মী উপন্যাস
পর্তুগিজ ভাষা থেকে
আরবি ভাষা থেকে
দেশী ভাষা থেকে
ওলন্দাজ ভাষা থেকে
প্রশ্নঃ "আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---
বর্ণনাঃ
পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ পাদ্রী, বালতি, আনারস, চাবি, আলপিন, পাউরুটি, গির্জা, গুদাম, আলমারি।পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশল :
গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে পাউরুটি আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।
মূমুর্ষু
মুমূর্ষু
মূমুর্ষ
মুমূর্ষ
প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি ?
বর্ণনাঃ
মুমূর্ষু বানানটি শুদ্ধ। তেমনি আরও কয়েকটি শুদ্ধ বানান হলো-সমীচীন, মুহুর্মুহু, নিশীথিনী, পিপীলিকা ইত্যাদি।
বানানটি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখুন যে বানানটিতে শুধু মাঝের বর্ণটিতে ঊ- ূ কার আছে। শবপোড়া
মড়াদাহ
শবদাহ
শবমড়া
প্রশ্নঃ গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
বর্ণনাঃ
'শবদাহ' গুরুচণ্ডালী দোষমুক্ত। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। এখানে 'শব' ও ' দাহ' শব্দ দুটি সাধু ভাষা। তাই শবদাহ শব্দটি গুরুচণ্ডালী দোষমুক্ত।
abc
3abc
6abc
9abc
প্রশ্নঃ a +b+c =0 হলে এর মান কত?
বর্ণনাঃ
a+b+c=0
Þ a+b=-c
Þ (a+b)3=-c3
Þ a3+b3+3ab(a+b)=-c3
Þ a3+b3-3abc=-c3
\ a3+b3+c3=3abc
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ