নুরুল মমেন ১৯০৬ সালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে বাংলা একাডেমী পুরস্কার এবং ১৯৭৮ সালে একুশে পদক লাভ করেন ।
নাটক
নেমেসিস
১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগে গড়ে উঠা বিত্তশালী জনৈক লোকের মনোজগতের দ্বিধা- সংশয় দ্বন্দ্বের চিত্র নাটকটিতে চিত্রিত হয়েছে। নাটকটি সমকালীন দুর্ভিক্ষ ওঃ নিরন্নদের হাহাকারের বাস্তবচিত্র । নাট্যকার ১৯৪৪ সালে নাটকটি রচনা করেন কিন্তু নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক- চরিত্র বিশিষ্ট। প্রতিহিংসা ও মানব নিয়তির গ্রিক দেবী নেমেসিসের নামে নাটক্টির নাম করণ করা হয়েছে।