প্রশ্নঃ নিম্নের কোন স্থানটি 'অফ-শোর' (Off-Shore) ব্যাংকিং স্থান নামে পরিচিত?
বর্ণনাঃ
এটি আন্তর্জাতিক ব্যাংক ব্যবসায়ের এর এমন একটি অংশ যা বিভিন্ন ধরনের বাঁধা ও করমুক্তভাবে চলে । অফ-শোর ব্যাংকে লেনদেন চলে বৈদেশিক মুদ্রায় এবং এই লেনদেন সম্পাদিত হয় বিদেশীদের দিয়ে । লন্ডন,নিউইয়র্ক, প্যারিস, জুরিখ, বাহরাইন, সিঙ্গাপুর ও ফ্রাঙ্কফুর্ট হচ্ছে ফাংশনাল অব-শোর ব্যাংকিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ।
প্রশ্নঃ সুদের হার ও শেয়ার বাজারের সম্পর্ক কোন ধরনের?
বর্ণনাঃ
সুদের হার কথাটি শেয়ারবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । সুদের হারের সাথে বিনিয়োগের যেমন ঋণাত্মক সম্পর্ক তেমনি শেয়ারবাজার হচ্ছে বিনিয়োগের একটি বিশাল ক্ষেত্র, যেখানে সুদের হার বাড়লে শেয়ারবাজারে বিনিয়োগ কমে আবার বিপরীতক্রমে সুদের হার কমলে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ে । সুদের হার কমলে লোকজন সঞ্চয় না বাড়িয়ে সেটা শেয়ার বাজারে বিনিয়োগ করবে।
বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। যে পদগুচ্ছ বা বাক্যাংশ বিশিষ্টার্থক প্রয়োগের ফলে আভিধানিক অর্থের বাইরে আলাদা অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় বাগধারা। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। এদিক থেকে বাগধারা বাংলা সাহিত্যের বিশেষ সম্পদ। বাগধারা গঠনে বিভিন্ন শব্দের ব্যবহারকে শব্দের রীতিসিদ্ধ প্রয়োগও বলা হয়। একে বাগবিধিও বলা হয়ে থাকে।