১৮৫৭ সালের ৮ মার্চ মজুরিবৈষম্য, কর্মঘণ্টা এবং কর্মক্ষেত্রে বৈরী পরিবেশের প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী
নারী। প্রতিবাদকারীদের উপর দমন-পীড়ন চালায় মালিকপক্ষ। জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন ১৯১০ সালে কোপেনহেগেনের এক নারী সম্মেলনে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে প্রস্তাব করে। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সাল থেকে। জাতিসংঘ এ দিনটিকে নারী দিবস হিসেবে পালন করছে।
শিশুবিষয়কআন্তর্জাতিকদিবস
বিশ্ব কন্যা শিশু দিবস : ১১ অক্টোবর
বিশ্ব শিশু অধিকার দিবস : ২০ নভেম্বর
নারী নির্যাতন প্রতিরোধে ১৯৯৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৫ নভেম্বরকে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালনের ঘোষণা করে।
বিশ্বনারীসম্মেলন
প্রথম
১৯৭৫ মেক্সিকো সিটি, মেক্সিকো
তৃতীয়
১৯৮৫ নাইরোবি, কেনিয়া
দ্বিতীয়
১৯৮০ কোপেনহেগেন, ডেনমার্ক
চতুর্থ
১৯৯৫ বেইজিং, চীন
শিশুদের অধিকার রক্ষার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান SOS-Children's Villages । ১৯৪৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা হারম্যান মেইনার।