১) নৈতিক অধিকার: নিজে শিক্ষিত হওয়া এবং সন্তানদের শিক্ষিত করা, সততার সহিত ভোটদান, রাষ্ট্রের সেবা করা এবং বিশ্বমানবতার সাহায্যে এগিয়ে আসা।
২) আইনগত অধিকার:
ক) সামাজিক অধিকার: জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, চলাফেরা, সমাবেশ ও সমিতি করার অধিকার, ধর্ম চর্চার অধিকার, শিক্ষা ও স্বাস্থের অধিকার, পরিবার গঠনের অধিকার, কর্মলাভের ও সামাজিক অর্থনৈতিক সুবিচারের অধিকার, চিন্তা মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার অধিকার, ভাষা ও সংস্কৃতির অধিকার।
খ) রাজনৈতিক অধিকার: বসবাসের অধিকার, ভোট দানের অধিকার, আবেদন করা ও সরকারের সমালোচনা করার অধিকার, প্রবাসে নিরাপত্তা লাভের অধিকার, সরকারী চাকরি লাভের অধিকার। কোন রাষ্ট্রে বসবাসরত বিদেশী নাগরিকগণ রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না।
গ) অর্থনৈতিক অধিকার : জীবনধারণ, জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপ্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলা হয়। যেমন-যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিকসংঘ গঠনের অধিকার।