১) জন্মসূত্রে: নাহরিকত্ব অর্জনের ক্ষেত্রে দুইটি নীতি অনুসরণ করা হয়। যথা-
(ক) জন্মনীতি : পিতা মাতার নাগরিকত্বের ভিত্তিতে সন্তান নাগরিকতা লাভ করে জন্মনীতি অনুসারে। বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ জন্মনীতি অনুসরণ করে।
(খ) জন্মস্থান নীতি : পিতা-মাতা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ঐ রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে। আমেরিকা, কানাডাসহ বিশ্বের অল্প কয়েকটি দেশ জন্মস্থান নীতির মাধ্যমে নাগরিকতা নির্ধারণ করে।
২) অনুমোদনসূত্রে।
নাগরিকদের কর্তব্য
রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। নাগরিকদের কর্তব্য দুই ধরনের। যথা-
১) নৈতিক কর্তব্য : ভোটাধিকার প্রয়োগ করা, ….
২) আইনগত কর্তব্য : রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মান্য করা, কর প্রদান করা।