66053 প্রশ্নের মাধ্যমে নিজের দক্ষতা যাচাই করুন।
দ্বিজেন্দ্রলাল রায় ( ডি এল রায়) ( ১৮৬৩- ১৯১৩ খ্রি) নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের নাদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন । নাটক সাজাহানঃ সম্রাট সাজাহানের কাহিনী নিয়ে প্রথম নাটক । নূরজাহানঃ বিখ্যাত ঐতিহাসিক নাটক । তাপসী, তারাবাঈ মেবারপতন কক্লি অবতার (প্রহসন ) ঃ সামাজিক নাটক । তাঁর বিখ্যাত গান- ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক-সকল দেশের সেরা। কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মেশে ।
দ্বিজেন্দ্রলাল রায় ( ডি এল রায়) ( ১৮৬৩- ১৯১৩ খ্রি)
নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের নাদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন ।
তাঁর বিখ্যাত গান-
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক-সকল দেশের সেরা।
কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মেশে ।
ব্যাখ্যা পরিবর্তন করুন।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন ব্যাখ্যা পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে।
পয়েন্ট পেতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
সালভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ