প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় ত্রাণ ও পুনর্বাসন নির্ভর পদ্ধতির পরিবর্তে একটি যুগোপযোগী ও সমন্বিত সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় ঝুঁকিহ্রাস ও প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা । প্রাকৃতির নির্ভর মাইক্রোজোনেশন ম্যাপ ভূমিকম্পের ঝুঁকিমুক্ত নগরায়নের কাজে ব্যবহার করা হয়ে থাকে। ভূমিকম্পজনিত বিপাদপন্নতা এবং ঝুঁকি বিবেচনা করে দেশের বড় তিনটি শহর যথা : ঢাকা, চট্রগ্রাম ও সিলেট এর মাইক্রোজেনেশন ম্যাপ তৈরি করা হয়েছে। খ. আইন, নীত ,বিধি ও চুক্তি সংক্রান্ত পদক্ষেপ/ব্যবস্থা : দুর্যোগের কার্যকর ব্যবস্থা নিশ্চিত এবং দুর্যোগের ঝুঁকি প্রশমনের লক্ষ্যে এর ব্যবস্থপনার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, জাতীয় ও স্থানীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন ,দুর্যোগ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবন, সম্পদ ও মৌলিক অধিকার রক্ষার চাহিদা পূরণকল্পে যথাযথ আইনি কাঠামো দেয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ অনুমোদন । দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় , বিভাগ, সংস্থা ও ব্যক্তিবর্গ কর্তৃক দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে প্রতিপালন এবং নিজস্ব কর্ম পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে ১৯৯৭ সালে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী প্রণীত হয়। উক্ত স্থায়ী আদেশাবলীতে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার ভূমিকম্প, সুনামি ও অগ্নিকাণ্ডের মত আপদগুলো অন্তর্ভুক্ত করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলে ২০১০ সালে স্ট্যান্ডিং অর্ডাস অন ডিজাস্টার্স (এস ওডি) সংশোধন। উপকূলীয় এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগ/ সংস্থা/ কর্তপক্ষ কর্তৃক নির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ ,রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নীতিমালা ২০১১ অনুমোদন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালার খসড়া চূড়ান্তকরণ । সার্কভূক্ত দেশসমূহের মধ্যে দুর্যোগ বিষয়ক তথ্য বিশেষভাবে প্রশমন, পূর্বপ্রস্তুতি, জরুরি সাঁড়াদান ,পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থায় জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত তথ্যাদি আদান প্রদানের জন্য একটি নেটওয়ার্কভিত্তিক প্লাটফর্ম তৈরির লক্ষ্যে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (SDMC) কর্তৃক "South Asian Disaster Knowledge Network (SADKN)" শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ অংশের জন্য Bangladesh Disaster Knowledge Network (BDKN) " বাস্তবায়নের নিমিত্তে চুক্তি স্বাক্ষর। বাংলাদেশ Asian Disaster Reduction Center (ADRC), Regional Integrated Multi-Hazard Early Warning System ( RIMES), Asian Ministerial Conference on Disaster Reduction (AMCDR) এবং INSARAG ( International Search and Rescue Advisory Group) এর সদস্যপদ গ্রহণ । গ. পরিকল্পনা প্রণয়ন সংশ্লিষ্ট পদক্ষেপ /ব্যবস্থা : জাপানের সেইদাই নগরীতে ২০১৫ সালের সার্চ মাসে অনুষ্ঠিত দুর্যোগ ঝুঁকিহ্রাস সংক্রান্ত বিশ্ব সম্মেলনে ১৮৭ টি দেশের উপস্থিতিতে " সেনদাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিক্স রিডাকশন" গৃহীত হয় । উক্ত ফ্রেমওয়ার্ক অনুযায়ী বাংলাদেশের জন্য এ্যাকশন প্লান তৈরির কাজ শীঘ্রই সম্পন্ন করা হবে। ২০১০ থেকে ২০১৫ সালের জন্য প্রণীত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার মধ্যবর্তী মূল্যায়নের কাজ চলছে। এর উপর ভিত্তি করে পরবর্তী জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় SAARC সদস্য রাষ্ট্রগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা নীতি ওপরিকল্পনা সমন্বিকরণের মাধ্যমে সার্ক প্লান অব এ্যাকশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (SAARC Plan of Acton for Disaster Management তৈরিতে সহায়তা প্রদান: ভূমিকম্পসহ দুর্যোগ পরবর্তী অবস্থা থেকে দ্রুত উত্তরণের জন্য জাতীয় কন্টিনজেন্সী প্লান তৈরি করা হয়েছে। দ্রুত সাড়া প্রদানকারী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ,আর্মড ফোর্সেস ডিভিশন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) , ঢাকা চট্রগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন এবং বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ,বিদ্যুৎ , তিতাস, টিএন্ডটি , ওয়াসা এর কন্টিনজেন্সী প্লান প্রণয়ণ করা হয়েছে। ২০১৩ সালে ঢাকা ,চট্রগ্রাম ও সিলেট শহেরর ৫০ টি ওয়ার্ডের রিস্ক প্রোফাইল ও কন্টিনজেন্সি প্ল্যান তৈরি সম্পন্ন হয়েছে। দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের জলোচ্ছ্বাসজনিত বন্যার স্থানভিত্তিক গভীরতার তথ্য নির্ভর ইনআনডেশন ম্যাপ / রিস্ক ম্যাপ ফর স্টর্ম সার্জ তৈরি সার্জ তৈরি করা হয়েছে। ঘ. সচেতনতা ও শিক্ষামূলক পদক্ষেপ/ ব্যবস্থা : ছাত্রছাত্রীদের দুর্যোগ ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনজনিত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষা ও প্রশিক্ষণে পেশাদারিত্বকে প্রাতিষ্ঠানিকীকরণে সহায়তার লক্ষ্যে সিডিএমপি বিভিন্ন সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের সাথে কাজ করছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়টিকে শিক্ষা ও কারিগরী প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করার জন্য ইতোমধ্যেই ২৯ টি প্রশিক্ষণ ও বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রম যথা ডিপ্লোমা কোর্স, স্নাতক সম্মান কোর্স, স্নাতকোত্তর কোর্স চালু করা হয়েছে এবং প্রয়োজনীয় সাপোর্ট অব্যাহত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষা কার্যক্রমের আওতায় এ মন্ত্রণালয়ের সিডিএমপি ফেজ-২ প্রকল্প হতে এ যাবৎকালে মোট ৯৪৪ জনকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে যার মধ্যে ২৭৭ জন সরকারি কর্মকর্তা ও ৬৭৭ জন বেসরকারি কর্মকর্তা আংশিক শিক্ষা সহায়তা ও গবেষণা তহবিল সহায়তা দেয়া হয়েছে। ফেব্রুয়ারি , ২০১৫ পর্যন্ত মোট ৩৯৯ জন ছাত্র-ছাত্রী সরকারি-১৩০ জন, বেসরকারি ২৬৯ জন) বিভিন্ন সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স সমাপ্ত করেছে। সরকারি বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ১২ টি ই -লার্ণিং (ইলেকট্রনিক লার্ণিং ) কেন্দ্র এবং দেশের সকল জেলায় ১ টি করে মোট ৬৪ টি রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। ঙ. প্রশিক্ষণ সংশ্লিষ্ট পদক্ষেপ /ব্যবস্থা দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত পর্যাপ্ত তথ্য, উপাত্ত লাইফলাইন ও জরুরি তথ্য সংক্রান্ত ডাটাবেজ তৈরি এবং দুর্যোগকালীন জরুরি সাড়া প্রদানের জন্য এ্যাডভান্সড জিআইএস ( Advanced GIS) এর প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করা হয়েছে। দুর্যোগকালীন সাড়া প্রদানের ক্ষেত্রে মূল দায়িত্বপালনকারী বিভিন্ন সংস্থা, যেমন: তিতাস গ্যাস , আর্মড ফোর্সেস ডিভিশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রমুখ সংস্থার ৬০ জন কর্মকর্তাকে উন্নত জিআইএস সিস্টেমের ওপর প্রশিক্ষণ প্রদান ৩০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ ও ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি প্রদানের কাজ ইতোমধ্যেই সম্পন্ন মোট ৩০,০১১ জন) হয়েছে। ECRRP-DI প্রকল্পের আওতায় DNA Cell স্থাপন করা হয়েছে এবং দেশের ৬৪ টি জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের Sos এবং D-Form Online এ পূরণ করার নিমিত্ত Damage and Needs Assessment (DNA) Sostware .