দুনীতি সম্পর্কে লর্ড অকটন বলেন, “Power tends to corrupt, and absolute power corrupts absolutely (ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে)।”
পানামাপেপারসকেলেঙ্কারি: ৩ এপ্রিল, ২০১৬ তারিখে মোসাক ফনসেকা এ্যান্ড কোম্পানি পানামা পেপারস প্রকাশ করে। পানামা পেপারসের মাধ্যমে ধনীদের কর ফাঁকি দেয়ার এবং অর্থ লুকিয়ে রাখার অসংখ্য উপায়ের কথা বলা হয়েছে। এতে রয়েছে ১১.৫ মিলিয়ন গোপন নথি, যেখানে ২১৪০০০ এর বেশি কোম্পানির নাম উঠে এসেছে। এছাড়াও রয়েছে আর্জেন্টিনা, আইসল্যান্ড, সৌদি আরব, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানের নাম। পানামা পেপারস ফাঁসকারী ব্যক্তি নিজেকে জন ডোয়ে নামে পরিচয় দেন। ২০১৭ সালের ২৮ জুলাই পানামা পেপারস মামলায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে দেশটির প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করে রায় প্রদান করে।
প্যারাডাইসপেপারসকেলেঙ্কারি: বিশ্বের ক্ষমতাধর ও ধনাঢ্য ব্যক্তিদের অফসোর কোম্পানিতে বিনিয়োগের নাম করে বিদেশে অর্থ পাচার ও কর ফাঁকি নিয়ে ৫ নভেম্বর, ২০১৭ ফাঁস হয় প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি।