দীনবন্ধু মিত্র সর্বপ্রথম বাংলা ভাবায়, আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন। ১৮৩০ সালে নদীয়ার চৌবেডিয়া গ্রামে তিনি
জন্মগ্রহণ করেন। তার পিতা প্রদত্ত না ছিল গন্ধর্ব নারায়ণ । তিনি ১৮৫৪ সালে ডাক বিভাগের পোস্ট মাস্টার পেশায় নিযুক্ত ছিলেন । ক্রমে পদোন্নতি লাভ করে তিনি ওড়িশা, নাদিয়া ওঃ ঢাকা বিভাগে এবং পরে কলকাতায় সুপারিটেন্ডেন্ট পোস্টমাস্টার নিযুক্ত হন। লুসাই যুদ্ধের সময় তিনি ডাক বিভাগের কাজে কাছাড়ে প্রেরিত হন । এ সময় তাঁর তদারকি কাজে সন্তুষ্ট হয়ে তৎকালীন সরকার তাকে "রায়বাহাদুর" উপাধি দান করেন । না
নাটক
নীলদর্পণ ঃ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ । মেহেরপুর অঞ্চলের নীল্কর সাহেব্দের অত্যাচারী চিত্র এতে অঙ্কিত হয়েছে। প্রধান চরিত্র - গোল্ক বসু, নবীন মাধব, রাইচরণ, তোরাপ প্রমুখ । মাইকেল মধুসূদন দত্ত নাটকটি ইংরেজিতে অনুবাদ করে নাম দেন "The Indigo planting mirror" । নাটকটি Uncele Tom`s Cabin" সাথে তুলনা করা হয় । নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ঢাকায় । এই নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের অভিনেতাদের লক্ষ্য করে জুতা ছুঁড়ে মেরেছিলেন।
নাটক
নাবীন তপস্বিনী , কমলে কামিনী , লীলাবতী।
প্রহসন
সধবার একাদশীঃ একটি বিখ্যাত সামাজিক নাটক । উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরা পান ওঃ বেশ্যা বৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল। এই সামাজিক বিপর্যয়ের কাহিনী নিয়ে নাটকটি রচিত । নাটকটির উল্লেখযোগ্য চরিত্র- নিমচাঁদ, কেনারাম।