দাবা (চতুরঙ্গ) খেলার প্রচলন চালু হয় ভারতবর্ষে। ১৬টি করে গুটি দ্বারা ৬৪ বর্গক্ষেত্রের একটি বোর্ডে দুইজন খেলোয়াড়ের খেলা। যেকোন উপায়ে রাজাকে বন্দি করাই হলো দাবা খেলার মূল লক্ষ্য। প্রতিপক্ষের রাজা আক্রান্ত হয়ে কোন ঘরে যাওয়ার সুযোগ না থাকলে কিস্তিমাত বা চেকমেটের সাহায্যে খেলা শেষ। খেলায় প্রত্যেক রাজা একবার একটি বিশেষ পদক্ষেপ নিতে পারে যা Castling হিসাবে পরিচিত। ভারতের বিশ্বনাথ আনন্দ দাবা খেলার জন্য বিখ্যাত।