উপন্যাস
কাব্যগ্রন্থ
প্রবন্ধ
নাটক
প্রশ্নঃ মীর মশাররফ হোসেনের 'মোসলেম বীরত্ব' কোন ধরনের গ্রন্থ?
বর্ণনাঃ
"মোসলেম বীরত্ব " - মীর মশাররফ হোসেন রচিত একটি কাব্যগ্রন্থ। কাব্যটি প্রকাশিত হয় ২৫ আষাঢ় ১৩১৪ বঙ্গাব্দে ( জুলাই,১৯০৭ সালে)।তার অন্যান্য কাব্যগ্রন্থ গুলো হলো- মদিনার গৌরব, হযরত বেলালের জীবনী, বিবি খাদিজার বিবাহ ইত্যাদি।
মোহাম্মদ শহীদুল্লাহ
আবদুল করিম সাহিত্য বিশারদ
আবুল মনসুর আহমদ
আবুল ফজল
প্রশ্নঃ 'আবে-হায়াত ' গ্রন্থের রচয়িতা --
বর্ণনাঃ
আবুল মনসুর আহমেদ একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। ১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ-এর সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন তিনি। 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)' তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা।
কাজেম আল কোরায়শী
আবু নাসের কায়কোবাদ
কায়কোবাদ ইসলাম
আবুল হোসেন কায়কোবাদ
প্রশ্নঃ কবি কায়কোবাদের আসল নাম কি?
বর্ণনাঃ
মহাকবি কায়কোবাদ বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী। কাব্যের আদর্শ ও প্রেরণা তাঁর মধ্যেই লীলাময় হয়ে ওঠে। সেজন্য একথা বেশ জোরের সঙ্গে বলা যায় যে কবি কায়কোবাদই হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা।
চন্দন
বাড়ি
ফুল
কলম
বৃষ +টি
বৃশ + টি
বৃ +টি
বৃষ +তি
বাক্যে অলংকার
শব্দের মিলন
ভাষা সংশোধন
নতুন শব্দ গঠন
প্রশ্নঃ ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
বর্ণনাঃ
ধাতু : বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে।সেসব ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে শব্দাংশ যোগ করা হয়।যেমন:
হাত + ল = হাতল
ফুল + এল = ফুলেল
তাই সঠিক উত্তর: নতুন শব্দ গঠন
সমূহ
বোঝা
গুরুত্ব
বিষাদ
উপমান কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
দ্বন্দ্ব
দ্বিগু
নিরিহ
নিরীহ
নীরিহ
নীরীহ
স্তদ্ধ
রাশভারী
ঠান্ডা
গম্ভীর
অভাব
সাধারণ
বিশেষ
গতি
সাতেও না পাঁচে ও না
দা- কুমড়া
সাপে - নেউলে
আদায় কাঁচকলায়
দ্বিজেন্দ্রলাল রায়
মাইকেল মধুসূদন দত্ত
রামরাম বসু
ঈম্বরচন্দ্র গুপ্ত
প্রশ্নঃ 'অলীক কুনাট্য রঙ্গে , মজে লোক রাঢ়ে ও বঙ্গে' -- কার উক্তি ?
বর্ণনাঃ
"অলীক কুনাট্য রঙ্গে,মজে লোক রাঢ়ে ও বঙ্গে" - উক্তিটি মাইকেল মধুসূদন দত্তের।এটি তার প্রস্তাবনা কবিতা থেকে নেওয়া হয়েছে।প্রস্তাবনা কবিতাটি "শর্মিষ্ঠা " নাটকের অন্তর্গত। নাটকটি ১৮৫৯ সালে রচিত হয়।এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক।
প্যারীচাঁদ মিত্র
বনফুল
সত্যজিৎ রায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ 'পথের পাঁচালী ' উপন্যাসের রচয়িতা --
বর্ণনাঃ
পথের পাঁচালী - উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দোপাধ্যায়। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু ও দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস।এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করণের নাম- আম আঁটির ভেঁপু।পরবর্তীকালে বিখ্যাত বাঙালি পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাস অবলম্বনে পথের পাঁচালী চলচ্চিত্র নির্মণ করেন যা পৃথিবী বিখ্যাত হয়।
মীর মশাররফ হোসেন
শাহাদাৎ হোসেন
ফররুখ আহমদ
প্রমথ চৌধুরী
ঈ্শ্বরচন্দ্র বিদ্যাসাগর
ম্যানুয়াল দ্যা আসসুম্পসাঁ ও
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
রামমোহন রায়
প্রশ্নঃ বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা--
বর্ণনাঃ
বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা- রাজা রামমোহন রায়।রামমোহন রায় প্রথম ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা।রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন।তার রচিত ব্যাকরণ গ্রন্থের নাম "গৌড়ীয় ব্যাকরণ"(১৮৩৩)।
জহির রায়হান
আলাউদ্দিন আল- আজাদ
শহীদুল্লাহ কায়সার
মুহাম্মদ মনসুর উদ্দিন
প্রশ্নঃ 'ধানকন্যা' -এর লেখক কে?
বর্ণনাঃ
ধানকন্যা- এর লেখক আলাউদ্দিন আল আজাদ।তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান ঔপন্যাসিক,প্রাবন্ধিক,কবি,নাট্যকার, গবেষক ও অধ্যাপক। তিনি ১৯৫২ এর ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন।"ধানকন্যা" তার রচিত গল্পগ্রন্থ। তার রচিত প্রথম উপন্যাস "তেইশ নাম্বার তৈলচিত্র " ১৯৬০ সালে ছাপা হয়।
প্রশ্ন - রবীন্দ্রনাথ ঠাকুর
সিঁড়ি- সুকান্ত ভট্রচার্য
রক্তাম্বরধারিণী মা - কাজী নজরুর ইসলাম
সোমের প্রতি তারা - মাইকেল মধুসূদন দত্ত
প্রশ্নঃ 'আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে' -- উদ্ধতাংশটি কোন কবির কোন কবিতার অংশ?
বর্ণনাঃ
"আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে "- পঙ্কতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতার।রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অনন্য প্রতিভার অধিকারী। তিনি ভানুসিংহ নামে পরিচিত ছিলেন।প্রশ্ন কবিতাটির রচনাকাল ১৯৩৮ সাল।তার অন্যঅন্যান্য কবিতাগুলো হচ্ছে-কঙ্কাল, কল্যাণী, অকালে,অচেনা ইত্যাদি।
ধীরে বহে নীল
পঞ্চতন্ত্র
চোখের বালি
সাত- সাঁতার
প্রশ্নঃ নিচের কোনটি রম্যরচনা?
বর্ণনাঃ
পঞ্চতন্ত্র- একটি রম্য রচনা।পঞ্চতন্ত্র সংস্কৃত ভাষায় রচিত একটি প্রাচীন গ্রন্থ।রচয়িতা- কবি বিষ্ণু শর্মা।তবে এই গ্রন্থের মূল পান্ডুলিপি পাওয়া যায় নি।নানা উপদেশমূলক গল্পের সংকলন এই গ্রন্থ।গ্রন্থটি ৫ টি তন্ত্রে বিভক্ত। যথা:
মিত্রভেদ,মিত্রপ্রাপ্তি,কাকোলুকীয়,লব্ধপ্রনাশ,অপরিক্ষিতকারক।
দুই দেশ , দুই মন
পার্থিব
জঙ্গম
ভলগা খেকে গঙ্গা
There is no place for doubt in it
There is no suspension in it
There is no room for doubt in it
There is no misunderstanding in it
I am a man of words
I am a man of the words
I am a man of the word
I am a man of word
Airport is busy place
The Airport is busy place
The Airport is a busy place
Airport is a busy place
pedagogy
History
Linguistic
Teachership
Hutch
Stable
Kennel
sty
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ