বক ধার্মিক
তোষামোধকাররী
শক্ত প্রাণ
অকর্মণ্য
জসীমউদদীন
নুরুল মোমেন
কাজী নজরুল ইসলাম
মুনীর চৌধুরী
প্রশ্নঃ 'ঝিলিমিলি' নাটকটির রচয়িতা কে?
বর্ণনাঃ
আলেয়া কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নাট্যগ্রন্থ। এটি ১৯৩০ সালে (১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে) গ্রন্থাকারে প্রকাশিত হয়। এতে ঝিলিমিলি, সেতুবন্ধ ও শিল্পী নামে তিনটি ছোট নাটক রয়েছে। বাস্তবজীবনে প্রেম ও বিরহ ঝিলিমিলি নাটকের উপজীব্য বিষয়। সেতুবন্ধ তিনটি দৃশ্যবিশিষ্ট একাঙ্কিকা। এই নাটকে প্রকৃতির প্রতিবাদী সত্ত্বা তুলে ধরা হয়েছে। পদ্মার উপর সেতু নির্মাণে পদ্মার প্রতিবাদ ও পরিশেষে প্রকৃতির বিজয় এই নাটকের প্রধান বিষয়বস্তু। শিল্পী নাটকে নজরুলের কবিসত্ত্বা ও শিল্পীস্বত্ত্বার মধ্যে বিরোধ ও সমন্বয় তুলে ধরেছেন।
শুস্রষা
শুশ্রুষা
শুশ্রুষা
শুশ্রূষা
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
বর্ণনাঃ
শুশ্রূষা - বি. 1 (প্রধানত রোগীর) পরিচর্যা বা সেবা; 2 (বাং. বিরল) শোনার ইচ্ছা। [সং. √ শ্রূ + সন্ + অ + আ]। ̃ কারী (-রিন্) বিণ. সেবক; যে শুশ্রূষা করে। স্ত্রী. ̃ কারিণী সেবিকা, নার্স। শুশ্রূষু বিণ. 1 সেবা করতে ইচ্ছুক; 2. শুনতে ইচ্ছুক; 3 সেবক।
প্রমথ চৌধুরী
রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রামনারায়ণ তর্করত্ন
প্রশ্নঃ বাংলা গদ্যে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন কে?
বর্ণনাঃ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মনে করা হয়, বাংলার প্রথম সার্থক গদ্যকার। যদিও তত্ত্বগত ভাবে বাংলা গদ্যের জনক তিনি নন। কারণ বাংলা সাহিত্যের আঙিনায় তার আগমনের বহুপূর্বেই গদ্যরচনার সূত্রপাত ঘটেছিল। কিন্তু সেই গদ্য ছিল শিল্পগুণবিবর্জিত নীরস এবং অনেক ক্ষেত্রেই অসংলগ্ন বাক্যসমষ্টি। বিদ্যাসাগর মহাশয় সর্বপ্রথম বাংলা সাধু গদ্যের একটি মান্য ধ্রুবক নির্দেশনা করেন। প্রয়োজনবোধে সেই গদ্যে চলিত ভাষার গতিশীলতাও যুক্ত করেন। কল্পনা ও স্বকীয় পাণ্ডিত্যের সংমিশ্রণে যে গদ্যভাষার জন্ম তিনি দেন, তা ছিল সরস, সুমধুর, সুশ্রাব্য, ছন্দোময় ও গতিশীল। এই অর্থে তিনি ছিলেন বাংলা গদ্যের নব জন্মদাতা।
বিসর্জন
আচলায়তন
ডাকঘর
বসন্ত
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বর্ণনাঃ
বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য। ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। এটি কবির প্রথম ঋতুনাট্যও বটে। নাটকের বিষয়বস্তু বসন্তের আগমন ও বিদায়।
The door is no be shut
The door may be shout
Let the door be Shut
Let the door Shut
William Wordsworth
P.B Shelly
Johon Milton
Lord Tennyson
Showing
show
showed
to show
last speech
first speech
short speech
good speech
এডিটিং
সটিং
ইনডেক্সিং
গ্রুপিং
প্রশ্নঃ ডাটাবেজ টেবিলের রেকর্ডসমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে?
বর্ণনাঃ
ডেটাবেসে সংরক্ষিত ডেটার লজিক্যাল অর্ডার বিন্যাস পদ্ধতিকে ইনডেক্সিং বলে। ইনডেক্সিং এর বৈশিষ্ট্য হলো- ১. রেকর্ডগুলো দ্রুত সাজানো যায়। ২. নতুন ইনডেক্স ফাইল তৈরি হলে মূল ডেটাবেজ ফাইল অপরিবর্তিত থাকে। ৩. ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইনডেক্স করা ফাইলে তা আপডেট হয়।
ই-মার্কেটিং
ই- কমার্স
ই- বিজনেস
আউটসোর্সিং
প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে?
বর্ণনাঃ
আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন বা মুক্ত পেশা। অর্থাৎ স্বাধীন বা মুক্ত ভাবে বা কোন প্রতিষ্ঠানের বা কোন কোম্পানির কাজের চাপ ছাড়া স্বাধীন ভাবে অন্য কোন প্রতিষ্ঠানের কাজ করে আয় করার নাম হচ্ছে আউটসোর্সিং।
ইনপুট ডিভাইস
আউটপুট ডিভাইস
১০ টি প্রসেসর
ভিডিও কার্ড
প্রশ্নঃ মনিটর মূলত কি?
বর্ণনাঃ
ব্যবহারকারী ও কম্পিউটার ব্যবস্থার মধ্যে যোগাযোগের মাধ্যমকে আউটপুট ডিভাইস বলা হয়। আসলে ব্যবহারকারীর নির্দেশমতো কাজ করার পরে কম্পিউটার যখন তার ফলাফল জানায়, তখন যে যন্ত্রাংশগুলির মাধ্যমে ব্যবহারকারী তা জানতে পারেন, সেগুলিই আউটপুট ডিভাইসের অংশ। যেমন, মনিটর, প্রিন্টার এবং প্লটার।
Transistor
Capacitor
register
RAM
প্রশ্নঃ IC দিয়ে কি তৈরী?
বর্ণনাঃ
ট্রানজিস্টর (Transistor) একটি অর্ধপরিবাহী যন্ত্র, যা সাধারণত অ্যামপ্লিফায়ার এবং বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত সুইচ হিসেবে ব্যবহৃত হয়। কম্পিউটার, সেলুলার ফোন এবং অন্য সকল আধুনিক ইলেকট্রনিক্সের মূল গাঠনিক উপাদান হিসেবে ট্রানজিস্টর ব্যবহার করা হয়।
ইনপুট
আউটপুট
ইনপুট ও আউটপুট
মডেম
প্রশ্নঃ স্ক্যানার মুলত কি ধরনের যন্ত্র?
বর্ণনাঃ
ইনপুটঃ এটার মানে হছে কোন কিছু কম্পিউটারকে প্রদান করা অথবা নির্দেশনা দেওয়া।
যেমনঃ
১। কিছু স্ক্যান করা বা ক্যামেরা দিয়ে ছবি উঠানো।
২। কীবোর্ড দিয়ে লিখালিখি
৩। ভয়েস কমান্ড দেওয়া ইত্যাদি ।
তাহলে ইনপুট ডিভাইসগুল হচ্ছেঃ
কামেরা, কীবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, বিভিন্ন ধরনের সেন্সর, টাচ স্ক্রিন ইত্যাদি ।
Acess
Excel
Word perfect
visual Basic
প্রশ্নঃ নিচের কোনটি ডাটাবেজ প্রোগ্রাম?
বর্ণনাঃ
Microsoft Access একটি ডাটাবেস প্রোগ্রাম। মাইক্রোসফট অ্যাক্সেসকে সংক্ষেপে বলা হয় (DBMS), এর পূর্ণরুপ হচ্ছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System) । যা ব্যবহার করে ডেটাবেসের বিভিন্ন টেবিল তৈরি করা ডেটা এন্টির জন্য সহজবোধ্য ও আকর্ষণীয় ফর্ম ডিজাইন করা যায় ।
Why Acess in options?? it would be Access or Microsoft Access.
Bluetooth
Wi-fi
WAN
LAN
প্রশ্নঃ কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়?
বর্ণনাঃ
WiFi (ওয়াইফাই) এর পূর্ণনাম হচ্ছে- Wireless Fidelity । WiFi (ওয়াইফাই) হচ্ছে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থা যার সাহায্যে বহনযোগ্য কম্পিউটারের যন্ত্রপাতির সাথে সহজে ইন্টারনেট সংযুক্ত করা যায়।
Short Mail Service
Short Message Server
Short Meal Service
Short Message Service
প্রশ্নঃ SMS এর পূর্ণরূপ-
বর্ণনাঃ
SMS এর পূর্ণ রূপ হলো SHORT MESSAGE SERVICE (শর্ট মেসেজ সার্ভিস)। এসএমএস শব্দটি শর্ট মেসেজ সার্ভিস এর সংক্ষিপ্ত নাম । এটি ফোন এবং মোবাইল ফোনের উপর ভিত্তি করে লেখা বার্তা যোগাযোগের একটি মাধ্যম । এটি একটি যোগাযোগ প্রোটোকল যা মোবাইল ডিভাইসগুলির মধ্যে আমাদের লেখা বার্তাগুলি বিনিময় করার অনুমতি দেয়।
৩০ মিটার
২০ মিটার
৪০ মিটার
৫০ মিটার
প্রশ্নঃ LAN এর ক্ষেত্রে Wi-Max এর বিস্তৃতি কত?
বর্ণনাঃ
WiMAX এর পূর্ণরূপ হচ্ছে Worldwide Interoperability for Microwave Access। ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা, তারবিহীন ব্যবস্থায় বিস্তৃত এলাকাজুড়ে ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগ পাওয়া যায়। এর মাধ্যমে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN) তৈরি করা যায়।
সংসদ
সংবিধান
ফৌজদারি আইন
আইন - শৃঙ্গলা আইন
প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ আইন কি
বর্ণনাঃ
বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল।
১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়।
মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়। তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে।
শেরশাহ
সম্রাট আকবর
লর্ড ক্লাইভ
সম্রাট বাবর
বিনিয়োগ রেট
কেন্দ্রিয় ব্যাংকের রেট
বানিজ্যিক ব্যাংকের রেট
বিশেষায়িত ব্যাংকের রেট
রোমে
প্যারিসে
হেগে
জেনেভায়
ফুটবল
হকি
ক্রিকেট
টেনিস
পোষ্ট মাষ্টার জেনারেল
জেনারেল পোষ্ট মাষ্টার
ডাইরেক্ট জেনারেল অব বাংলাদেশ পোষ্ট অফিস
ডাইরেক্ট অব পোষ্ট মাষ্টার
৮ সেপ্টেম্বর
৯ অক্টোবর
১১ অক্টোবর
১০ ডিসেম্বর
প্রশ্নঃ বিশ্বডাক দিবস কোন তারিখে পালন করা হয়?
বর্ণনাঃ
ইউরোপের ২২ টি দেশের প্রত্যক্ষ তত্বাবধানে ১৮৭৪ সালের এইদিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে গঠিত হয় "জেনারেল পোস্টাল ইউনিয়ন"।
এর লক্ষ্য ছিল প্রতিটি দেশের মধ্যে ডাক আদান প্রদানকে সহজতর করা।
প্রতি বছরের ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালন করা হয়।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ