পল্লীসমাজ
মৃত্যুক্ষুদা
সংশপ্তক
কৃষ্ণকান্তের উইল
প্রশ্নঃ "রোহিণী" চরিত্রটি কোন উপন্যাসের?
বর্ণনাঃ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পল্লীসমাজ’ উপন্যাসের প্রধান চরিত্র রমা ও রমেশ। কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের চরিত্র রুবি, আনসার, মোয়াজ্জেম।শহীদুল্লাহ কায়সারের ‘সংশপ্তক’ উপন্যাসের চরিত্র লেকু, হুরমুতি, রমজান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান চরিত্র ভ্রমর, রোহিণী হরলাল, গোবিন্দলাল।
খরোষ্ঠী লিপি
ব্রাহ্মী লিপি
অশোক লিপি
প্রকৃত লিপি
বেদ
শূন্যপূরাণ
মঙ্গলকাব্য
চর্যাপদ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
বর্ণনাঃ
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন ‘চর্যাপদ’। সে হিসেবে এটি বাংলা সাহিত্যর ইতিহাসে প্রথম গ্রন্থ। ‘চর্যাপদ’ হলো গানের সংকলন, যা রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ । মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থশালা থেকে ১৯০৭ খ্রিস্টাব্দে ‘চর্যাপদ’ আর্বিষ্কার করেন । ‘বেদ’ হলো ‘ঋ্ক’ সাম, যজুঃ, অথর্ব- এ চারটি ভাগে বিভক্ত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ। ‘শূন্যপূরাণ’ রামাইপন্ডিত রচিত মধ্যযুগের প্রথম দিককার বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ । মধ্যযুগে বাংলা সাহিত্যে দেবদেবীর লীলামাহাত্ম্য বর্ণনা করে যে কাব্য রচনা করা হতো তাকে মঙ্গলকাব্য বলা হয়।
১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ
৬০০-৯৫০ খ্রিষ্টাব্দ
১৩৫১-১৫০০ খ্রিষ্টাব্দ
৬০০-৭৫০ খ্রিষ্টাব্দ
প্রশ্নঃ কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
বর্ণনাঃ
বাংলা সাহিতে্যর যুগবিভাগে আমরা তিনটি যুগ লক্ষ্য করি । ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগ, ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ এবং ১৮০১ খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ। কিন্তু এ যুগবিভাগের মধ্যে ১২০১ খ্রিস্টাব্দ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অনেক সমালোচক মধ্যযুগের অন্তর্ভুক্ত বলে স্বীকার করতে চান না। তারা এ সময়কে ‘অন্ধকার যুগ’বলে মনে করেন। তাদের মতে, এই ১৫০ বছর বাংলা সাহিত্যে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি।
পাল
সেন
মুঘল
তুর্কী
রামাই পণ্ডিত
হলায়ুধ মিশ্র
বড়ু চণ্ডীদাস
খনা
প্রশ্নঃ "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য কে রচনা করেন?
বর্ণনাঃ
মধ্যযুগের আদি কবি বডু চন্ডীদাস লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণ প্রেম-সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য রচনা করেন। কাব্যটি মোট তের খন্ডে বিভক্ত। রাধা, কৃষ্ণ ও বড়াই এ তিনটি চরিত্র অবলম্বনে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ –এর কাহিনী রূপায়িত হয়েছে।
১৭৯৫
১৭৯৯
১৮০০
১৮০১
প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
বর্ণনাঃ
বাংলাদেশে কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষায় শিক্ষাদানের জন্য তৎকালীন ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ খ্রিস্টব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ৪ মে কলেজের প্রতিষ্ঠা- দিবস হলেও ২৪ নভেম্বর থেকে কলেজের কাজ শুরু হয়েছিল। এ কলেজে ১৮০১ খ্রিস্টাব্দে বাংলা বিভাগ প্রবর্তিত হলে অধ্যক্ষ হিসেবে আসেন শ্রীরামপুর মিশনের পাদ্রি এবং বাইবেলের অনুবাদক বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি।
যাযাবর
অবধূত
ভানুসিংহ
হুতোম প্যাঁচা
সত্যেন সেন
আবুল ফজল
সৈয়দ মুজতবা আলী
সমরেশ বসু
প্রশ্নঃ "পঞ্চতন্ত্র" গ্রন্থটি কার রচনা?
বর্ণনাঃ
‘পঞ্চতন্ত্র’ সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ সংকলন। এতে দুটি পর্ব রয়েছে। প্রথম পর্বে রয়েছে ৩৪টি রচনার সংকলন, দ্বিতীয় পর্বে আরো ৩১টি; মোট ৬৫টি। এর উল্লেখযোগ্য রচনা-বই কেনা, মোপাসাঁ, বিদেশে, মেশেদিনী প্রভৃতি। গ্রন্থটিকে রম্যসাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়।
কপালকুন্তলা
নীলদর্পণ
মরুশিখা
মেঘনাদ বধ
প্রশ্নঃ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?
বর্ণনাঃ
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে ‘নীলদর্পণ’ (১৮৬০) নাটক। বাংলা ভাষায় প্রথম আর্থ-সামাজিক, রাজনৈতিক বিষয়ে এ নাটক লেখেন দীনবন্ধু মিত্র। নাটকটি ১৮৬০ সালের সেপ্টেম্বরে ঢাকার বাংলাবাজারস্থ বাঙালাযন্ত্রে রামচন্দ্র ভৌমিক কর্তৃক মুদ্রিত হয়েছিল। ‘কপালকুন্ডলা’ (১৯২৮) যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থ। ‘মেঘনাদবধ’ (১৮৬১) মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য।
৭ টি
৮ টি
৯ টি
১০ টি
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?
বর্ণনাঃ
বাংলা বর্ণমালার ৫০টি বর্ণের মধ্যে ৩২টিতে পূর্ণমাত্রা, ৮টিতে অর্ধমাত্রা এবং ১০টিতে কোনো মাত্রা ব্যবহৃত হয় না। পূর্ণমাত্রা সম্পন্ন বর্ণ : অ, আ, ই, ঈ, উ, ঊ, ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য় = ৩২টি। অর্ধমাত্রা সম্পন্ন বর্ণ : ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ = ৮টি। মাত্রাহীন বর্ণ : এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ = ১০টি।
ঔষধি
ওষধি
ঔষধী
একবর্ষী
কোকিলকণ্ঠী
রাতজাগা
হাটেবাজারে
মেনিমুখো
কোকিল
দোয়েল
ময়ূর
কাক
বাচীন
প্রাচীন
নবীন
চেনা
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
ব্যাসবাক্য
প্রশ্নঃ "তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি"- এটি কোন শ্রেণীর বাক্য?
বর্ণনাঃ
সরল বাক্যে একটি মাত্র উদ্দেশ্য (কর্তা) ও একটি মাত্র বিধেয় (সমাপিকা ক্রিয়া) থাকে। এখানে উদ্দেশ্য হচ্ছে ‘তার বয়স’আর সমাপিকা ক্রিয়া হচ্ছে ‘বাড়েনি’। আরো উদাহরণ- দিপা বই পড়। রাসেল ক্রিকেট খেলে।
সমাস
ধ্বনি বিপর্যয়
অপিনিহিতি
সন্ধি
প্রশ্নঃ পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে?
বর্ণনাঃ
a. পরস্পর অর্থসঙ্গতিসম্পন্ন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে । b. শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস বলে । c. পরের ই – কার ও উ-কার ও উ – কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই – কার বা উ – কার উচ্চারিত হলে তাকে অপনিহিতি বলে। d. পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে বলে সন্ধি।
কবিরাজ
কুলটা
ননদ
নবীন
প্রশ্নঃ নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে?
বর্ণনাঃ
কবিরাজ শব্দটির লিঙ্গান্তর হয় না । এটি নিত্য পুরুষবাচক শব্দ। ‘কুলটা শব্দের অর্থ ভ্রষ্টা, অসতী স্ত্রী, কুল বা স্বামীগৃহ ত্যাগ করে যে রমনী, ‘ননদ’ শব্দটির দুটি পুরুষবাচক শব্দ রয়েছে। যথা- দেবর ও ননদাই। নবীন শব্দটির স্ত্রী লিঙ্গ নবীনা (অল্পবয়স্কা, তরুণী, যৌবনবতী, নবযৌবনা, যুবতী)।
১৮
১৯
২০
২১
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি?
বর্ণনাঃ
যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ । সংস্কৃত উপসর্গ ২০টি । যথা : প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ ।
সমস্ত পদ
ব্যাসবাক্য
উত্তর পদ
সমস্যমান পদ
প্রশ্নঃ সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?
বর্ণনাঃ
a. সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। b. সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাসবাক্য । c. সমাসযুক্ত পদের প্রথম অংশকে উত্তর পদ বা পরপদ বলে । d. যে যে পদে সমাস হয়, তাদের প্রত্যেককে সমস্যমান পদ বলে।
endure
adapt
overcome
avoid
প্রশ্নঃ As this is his first job he will have to "put up with" the inconvenience. (Meaning of the quotations word/phrase)
বর্ণনাঃ
Put up with অর্থ সহ্য করা । (a) endure অর্থ- সহ্য করা; (b) adapt অর্থ- খাপ খাওয়ানো; (c) Overcome অর্থ- দমন করা; (d) avoid অর্থ- পরিহার করা। তাই এখানে (a) – ই সঠিক উত্তর।
in accordance
undermining
in stead of
along with
reception
mutual
reactivity
sacrifice
in support of
objection
opposition
complement
প্রশ্নঃ The supervisor showed great enthusiasm and appreciation "country to" what the labors had expected. (Meaning of the quotations word/phrase)
বর্ণনাঃ
Contrary to অর্থ – বিপরীত (a) in support of অর্থ – সমর্থনে; (b) objection অর্থ- আপত্তি, প্রতিবাদ; (c) opposition অর্থ – আপত্তি, প্রতিবাদ; (d) complement অর্থ – পূরক। তাই এখানে (c) –ই সঠিক উত্তর।
outdated
modern
simple to run
complex
প্রশ্নঃ Those "antiquated" machineries have huge impact on the current productivity of the firm. (Meaning of the quotations word/phrase)
বর্ণনাঃ
antiquated অর্থ – প্রচলিত, সেকেলে (a) outdated অর্থ – সেকেলে; (b) modern অর্থ – আধুনিক; (c) simple to run অর্থ – পরিচালনা করা সহজ; (d) complex অর্থ – জটিল। তাই এখানে (a) – ই সঠিক উত্তর।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ