টেনিস খেলার উন্মেষ হয় ইংল্যান্ডে। ১৮৮১ সালে খেলাটির নির্দিষ্ট নিয়ম-কানুন প্রবর্তনের জন্য ইউনাইটেড স্টেটস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) প্রতিষ্ঠা করা হয়। টেনিস বিভিন্ন কোটে খেলা হয়ে থাকে : গ্রাস (ঘাস) কোর্ট, ক্লে (লাল মাটির ন্যাড়া) কোর্ট, ও হার্ড (শক্ত) কোর্ট। মাঠে দুই কিংবা চার জন খেলোয়াড় নিয়ে টেনিস খেলা পরিচালিত হয়। টেনিস খেলায় দুই পক্ষের খেলোয়াড় জালের বিপরীত মুখোমুখি অবস্থান নেয়। যে বল মারে তাকে সার্ভার এবং বিপরীত প্রান্তের খেলোয়াড়কে রিসিভার বলে। সার্ভিসের বল খেলোয়াড়ের অপর পাশের বিপরীত দিকের সার্ভিস কোর্টে জাল না ছুঁয়ে পাঠাতে হয়। প্রতিপক্ষ বল পাঠাতে ব্যর্থ হলে খেলোয়াড় পয়েন্ট পায়। বল সার্ভ করার পরপরই প্রতিপক্ষের খেলোয়াড় ভলি শটের সুযোগ পায়। টেনিস খেলায় জয়-পরাজয় সেট জয়ের সংখ্যায় নির্ধারিত হয়।
খেলোয়াড়
মাঠের আকার
দৈর্ঘ্য
প্রস্থ
একক
৭৮ ফুট
২৭ ফুট
দ্বৈত
৭৮ ফুট
৩৬ ফুট
খ) আন্তর্জাতিকআসর
আন্তর্জাতিক অঙ্গণে র্যাঙ্কিং পয়েন্ট, ঐতিহ্য, প্রাইজমানি ও জনপ্রিয়তার ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেনিস ইভেন্ট গ্র্যান্ডস্লাম। গ্র্যান্ডস্লাম হল ৪টি স্লাম টুর্নামেন্ট Australian Open, French Open, Wimbledon, US Open । গ্র্যান্ডস্লাম খ্যাতি অর্জনের জন্য এক বছরে উল্লেখিত ৪টি ট্রফি জিততে হয়। উইম্বলেডন ইংল্যান্ডের একটি বিখ্যাত টেনিস গ্রাউন্ড। ১৯০০ সালে প্রবর্তিত হয় অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট ‘ডেভিস কাপ।
গ) খ্যাতিমানখেলোয়াড়
খেলোয়াড়
দেশ
পরিচিতি/ মন্তব্য
মার্টিনা হিঙ্গিস
সুইজারল্যান্ড
মার্টিনা নাভ্রাতিলোভা
যুক্তরাষ্ট্র
উইম্বলেডন চ্যাম্পিয়নশীপে সর্বাধিক ৯ বার (১৯৭৮-৭৯, ১৯৮২-৮৭, ১৯৯০) একক শিরোপা জয় করেন।
সেরেনা উইলিয়ামস
যুক্তরাষ্ট্র
বড় বোন ভেনাস উইলিয়ামসও একজন টেনিস খেলোয়াড়
স্টেফি গ্রাফ
জার্মানি
১৯৮৮ পঞ্জিকাবর্ষে চারটি একক গ্রান্ডস্লাম ও সিউল অলিম্পিক স্বর্ণজয়ের মাধ্যমে ‘গোল্ডেন স্লাম শিরোপা জয় করেন।
রাফায়েল নাদাল
স্পেন
পুরুষ এককে সর্বাধিকবার ‘ফেঞ্চ ওপেন’ শিরোপা বিজয়ী।
মারিয়া শারাপোভা
রাশিয়া
Unstoppable: My Life So Far (আত্নজীবনীমূলক গ্রন্থ)
কিম ক্লাইস্টার্স
বেলজিয়াম
সানিয়া মির্জা
ভারত
মহিলা এককে এখনও ‘গ্রান্ড স্লাম শিরোপা জয় করতে পারেননি।