২৪ জন ঋষি জৈনধর্ম প্রচার করেন। তাঁদের একত্রে ‘তীর্থাঙ্কর’ (Tirthankar) বলে। বর্ধমান মহাবীর ছিলেন সর্বশেষ ঋষি। মহাবীর ভারতের বিহার রাজ্যে ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
বিশ্বের প্রধান ধর্ম, প্রবর্তক, ধর্মগ্রন্থ ও পবিত্র স্থান
ধর্ম
প্রবর্তক
ধর্মগ্রন্থ
উপাসনালয়
তীর্থস্থান
ইসলাম
হযরত মুহম্মদ (সা:)
কুরআন।
মসজিদ
মক্কা, মদীনা, জেরুজালেম
হিন্দু
আর্য ঋষিগণ
বেদ
মন্দির
কাশী, গয়া
খ্রিস্টান
যিশু খ্রিস্ট
বাইবেল
গির্জা
জেরুজালেম
বৌদ্ধ
গৌতম বুদ্ধ
ত্রিপিটক
মন্দির
বুদ্ধগয়া
ইহুদি
মোজেস
তাওরাত
সিনাগগ
জেরুজালেম
শিখ
গুরু নানক
গ্রন্থসাহেব
গুরুদুয়ারা
পাঞ্জাবেব অমৃতসরের স্বর্ণমন্দির
- জেরুজালেম শহরটি মুসলমান, খ্রিস্টান এবং ইহুদী তিনটি ধর্মের জন্যই পবিত্র স্থান।
- Wailing Wall (বর্তমান নাম Western Wall) জেরুজালেমে অবস্থিত ইহুদী ধর্মাবলম্বীদের পবিত্র স্থান।