শ্রী চৈতন্য দেব একজন ধর্ম প্রচারক হলেও মধ্যযুগের বাংলা সাহিত্যে তাঁর প্রভাব ছিল অপরিসীম । এই মহাপুরুষ একটি বাংলা পঙক্তি না লিখলেও তাঁর মানে একটি যুগের সৃটি হয়েছে । বাংলা সাহিত্যে চৈতন্য জীবনীগ্রন্থ "কড়চা" নামে পরিচিত। কড়চা (Biography) শব্দের শাব্দিক অর্থ ডায়রি বা দিনলিপি ।
মধ্যযুগ কে তিন ভাগে ভাগ করা হয়েছে ঃ
১) প্রাকচৈতন্য যুগ (১৩৫১-১৫০০ খ্রি )
২) চৈতন্য যুগ( ১৫০১-১৬০০ খ্রি)
৩) চৈতন্য পরবতী যুগ (১৬০১-১৮০০ খ্রি)
কড়চা
রচয়িতা
তথ্য কণিকা
চৈতন্যভাগবত
বৃন্দাবন দাস
বাংলা ভাষায় শ্রীচৈতন্যের প্রথম জীবনীকাব্য ।
চৈতন্য মঙ্গল
লোচন দাস
চৈতন্যচরিতামৃত
কৃষ্ণদাস কবিরাজ
বাংলাভাষায় সর্বাপেক্ষা তথ্য বহুল শ্রীচৈতন্য জীবনী ।