‘জতিসংঘ পরিবেশ কর্মসূচি’ (UNEP) পরিবেশগতভাবে শব্দ নীতি ও চর্চা বাস্তবায়নে উন্নয়নশীল দেশগুলোর সহায়তায় জাতিসংঘের পরিবেশগত কার্যক্রম সমন্বয় সাধন করে। কেনিয়ার নাইরোবিতে এর সদর দপ্তর অবস্থিত। ৫ জুন ১৯৭২ তারিখে এটি প্রতিষ্ঠিত হয়। এজন্য প্রতি বছর ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) হিসেবে পালিত হয়।
’চাম্পিয়ন অব দ্য আর্থ’ জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা। পরিবেশ নিয়ে ইতিবাচক কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু করে ‘জাতিসংঘ পরিবেশ কর্মসূচি’। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সুদূরপ্রসারী কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর, ২০১৫ ‘পলিসি লিডারশিপ’ ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।