বাংলাদেশের এক নম্বর জাতীয় সমস্যা। ১৯৭৬ সালে জাতীয় জনসংখ্যা নীতি প্রনীত হয়।
আদমশুমারি
একটি দেশের জনসংখ্যাকে গণনা করার পদ্ধতিকে আদমশুমারি বলে। ১৮৭২ সালে লর্ড মেয়োর শাসনামলে ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয়। বাংলাদেশে এ পর্যন্ত পাচটি আদমশুমারি হয়। সর্বশেষ আদমশুমারি হয় ২০১১ সালে এবং পরবর্তী আদমশুমারি হবে ২০২১ সালে।
NIPORT। (national Institute of population Research and training) প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে।এটি একটি জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান ।