লিওনার্দোদ্যভিঞ্চি (১৪৫২ - ১৫১৯খ্রি.): একজন কালজয়ী চিত্রশিল্পী। তিনি সর্বপ্রথম সফলভাবে বিভিন্ন চিত্রকর্মে (যেমন: মোনালিসা এবং দ্য লাস্ট সাপার) এরিয়াল পরিপ্রেক্ষিতের ব্যবহার করেন। এরিয়াল পরিপ্রেক্ষিত মূলত দূরবর্তী কোন চিত্রকর্ম অংকনের উপস্থাপনমূলক কৌশল। বহুমুখী প্রতিভাধর ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত - ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দো দ্য ভিঞ্চি ফ্লাইং মেশিনের নকশাও করেছিলেন।
লিওনার্দোদ্যভিঞ্চিরবিখ্যাতচিত্রকর্ম
ইতালীয়নাম: La Gioconda
-তৈলরং বা তৈলচিত্র প্রয়োগের মাধ্যমে পপলার প্যানেলের ওপর অঙ্কিত।
-চিত্রকর্মটি বর্তমানে ফ্রান্সের বিখ্যাত লুভ্যর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।
- পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়াল চিত্র।
- ইতালির মিলান শহরের সান্তা মারিয়া দেলে গ্রজি গির্জায় সংরক্ষিত রয়েছে।
এছাড়াও তিনি ‘ভার্জিন অব দ্য রক্স’ (ম্যাডোনা অব দ্য রকস নামেও পরিচিত) চিত্রকর্ম শিল্পকর্মের স্রষ্টা।
মাইকেলেঞ্জেলো(১৪৭৫ - ১৫৬৪খ্রি.): রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি। তাঁর বিখ্যাত ভাস্কর্যগুলো মধ্যে ডেভিড (David), পিয়েটা (Pieta), মোজেস (Moses) প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। অ্যাঞ্জেলো’র বিখ্যাত চিত্রকর্ম ‘দি ক্রিয়েশন অব অ্যাডাম (The Creation of Adam)’, দ্য লাস্ট জাজমেন্ট (The Last Judgment) ফ্রেসকো মূলত ম্যুরাল পেইন্টিং এর একটি টেকনিক যা মাইকেলেঞ্জেলো ‘সিসটিন চ্যাপেল’ চিত্রকর্মে ব্যবহার করেন।
আলব্রেখটড্যুরার(১৪৭১ - ১৫২৮খ্রি.): একজন বিখ্যাত জার্মান চিত্রকর।
এলগ্রেকো(১৫৪১ - ১৬১৪খ্রি.): একজন স্পেনীয় চিত্রকর। তিনি ম্যানারিজম শিল্প আন্দোলনের সমর্থক।
রেমব্রান্টভ্যানরিন (১৬০৬ - ১৬৬৯খ্রি.): বিখ্যাত ডাচ চিত্রকর। সর্বাধিক সংখ্যক আত্মপ্রতিকৃতি অংকনকারী চিত্রকর।।
ভিনসেন্টভ্যানগগ(১৮৫৩ - ১৮৯০খ্রি.): একজন বিখ্যাত ডাচ পোস্ট-ইম্প্রেশনিজ ধারার চিত্রকর। তাঁর বিখ্যাত চিত্রকর্ম হলো - পটেটো ইটারস (The Potato Eaters), সানফ্লাওয়ার (Sunflowers, পোস্ট-ইম্প্রেশনিজ ধারা), ‘The starry Night’, ‘Cafe Terrace at night’,বেডরুম ইন আরলেস (Bedroom in Arles) প্রভৃতি।
পলসেজান(১৮৩৯ -১৯০৬খ্রি.): একজন বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী।
ক্লোদমোনে(১৮৪০ - ১৯২৬খ্রি.): একজন ফরাসি চিত্রকর। তাঁর বিখ্যাত চিত্রকর্ম ‘সানরাইজ ‘Water lilies’ ইত্যাদি ।
পাবলোপিকাসো(১৮৮১ – ১৯৭৩খ্রি.): ছিলেন একজন স্পেনীয় চিত্রশিল্পী মৎশিল্পী, মঞ্চ নকশা ভাস্কর, কবি ও নাট্যকার। তাঁর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে Guernica, The Young Ladie Avignon, The Old Guitarist, The Weeping Woman প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এপ্রিল, ১৯৩৭ স্পেনের গৃহযুদ্ধের সময় স্পেনীয় জাতীয়তাবাদী সরকারের অনুরোধে জার্মান এবং
ইতালীয় যুদ্ধ বিমান উত্তর স্পেনের স্পেনের বাস্ক কান্ট্রি গ্রাম গোয়ের্নিকায় বোমাবর্ষণ করে। এর ফলে সেখানে ভয়াবহ গণহত্যা সংগঠিত হয় এবং প্রতিক্রিয়াস্বরূপ পিকাসো ‘গোয়ের্নিকা' চিত্রকর্মটি অংকন করেন। চিত্রকর্মটি স্পেনের রাজধানী মাদ্রিদে মিউজি রিনা সোফিয়া জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
হারবার্টরিড(১৮৯৩ - ১৯৬৮): বিখ্যাত ব্রিটিশ চিত্র সমালোচক।
সালভেদরডালি(১৯০৪ - ১৯৮৯খ্রি.): ছিলেন একজন খ্যাতিমান স্পেনীয় পরবাস্তবাদী চিত্রকর। তাঁর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে ‘দি পারসিসটেন্স অব ম্যামোরি’ (The Persistence of Memory), The Temptation of St. Anthony, The Elephants, Galatea of the Spheres 478 Crucifixion (Corpus Hypercubus) বিশেষভাবে উল্লেখযোগ্য।
সালভেদরদালি (১৯০৪ - ১৯৮৯খ্রি.): ছিলেন একজন খ্যাতিমান স্পেনীয় পরাবাস্তববাদী চিত্রকর। তাঁর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে ‘দি পারসিসটেন্স অব ম্যামোরি’ (The Persistence of Memory), The Temptation of St. Anthony, The Elephants, Galatea of the Spheres
এবং Crucifixion (Corpus Hypercubus) বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও তিনি ইম্প্রেশনিজম ধারায় শিল্পকর্ম সৃষ্টি করেছিলেন।