গ্রেগোরীয় বর্ষপঞ্জী (পাশ্চাত্য বর্ষপঞ্জী বা খ্রিষ্টীয় বর্ষপঞ্জী) হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বর্ষপঞ্জী। ১৫৮২ সালের ২৪ ফেব্রুয়ারি পোপ ত্রয়োদশ গ্রোগোরির এক বর্ষপঞ্জীর প্রচলন ঘটে। গ্রেগোরীয় বর্ষপঞ্জীর ব্যাপ্তি ৩৬৫ দিন।
অধিবর্ষে (Leap Year) মোট দিন থাকে ৩৬৬ দিন। গেগ্রোরীয় বর্ষপঞ্জীতে প্রতি চার বছরে একবার ফেব্রুয়ারি মাসে এবং বাংলা সনমতে ফাল্গুন মাসে একদিন যোগ করা হয়। অধিবর্ষে ফেব্রুয়ারি এবং ফাল্গুন মাস হয় যথাক্রমে ২৯ এবং ৩১ দিনে। ৪ দ্বারা বিভাজ্য বছরগুলো অধিবর্ষ ধরা হয়। যেমন: ২০১২ সাল অধিবর্ষ। তবে এই নিয়মের ব্যতিক্রমও আছে। যে সব বছর ১০০ দ্বারা বিভাজ্য কিন্তু ৪০০ দ্বারা নয় তাদের অধিবর্ষের তালিকা থেকে বাদ দেয়া হয়। যেমন: ৪ দ্বারা বিভাজ্য হওয়া সত্ত্বেও ১৯০০ সাল অধিবর্ষ নয়। কারণ এটি ১০০ দ্বারা বিভাজ্য ৪০০ দ্বারা নয়।