গ্রিনপিস একটি বেসরকারী আন্তর্জাতিক পরিবেষবাদী সংস্থা। ১৯৭০ সালে কানাডার ভ্যাঙ্কুভারে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা বন্ধের প্রতিবাদে ‘Don’t Make A Wave Committee’ গঠিত হয়। পরবর্তীতে ১৯৭১ সালে এর নাম পরিবর্তন করে ‘গ্রিনপিস’ প্রতিষ্ঠা করা হয়। নেদারল্যান্ডের আমস্টারডামে এর সদন দপ্তর অবস্থিত। সংস্থাটি সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, বৈশ্বিক উষ্ণতা, অধিক হারে মৎস্য শিকার, বাণিজ্যিকভাবে তিমি শিকার এবং পারমাণবিক শক্তির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিশ্বের সকল জীববৈচিত্রের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করাই হল সংস্থাটির মূল উদ্দেশ্য।