User Profile Photo
লগইন
  •   হোম
  •   স্যাট অনলাইন গাইড
  •   পুরাতন ভার্সন
  •   জিজ্ঞাসা করুন
  •   অনলাইন মডেল টেস্ট

  •   বিষয়ভিত্তিক জব সমাধান
  •   প্রতিষ্ঠানভিত্তিক জব সমাধান
  •   সালভিত্তিক জব সমাধান
  •   ব্যাখ্যাবিহীন প্রশ্ন

  •   প্রশ্ন পত্র জমা দিন   জব সাজেশান্স এবং টিপ্স   জব নোটিশ   পয়েন্টস   ফিডব্যাক   আপনার জিজ্ঞাসা

  • বিষয়ভিত্তিক
    English গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান তথ্য প্রযুক্তি বাংলা সব
  • প্রতিষ্ঠানভিত্তিক
    বিসিএস প্রিলি. প্রাথমিক প্রধান শিক্ষক শিক্ষক নিবন্ধন শিক্ষা অফিসার পিএসসি ও অন্যান্য সহকারী জজ বাংলাদেশ ব্যাংক সব
  • সালভিত্তিক
    ২০২০ ২০১৯ ২০১৮ ২০১৭ ২০১৬ সব
  • মডেল টেস্ট
    অনলাইন মডেল টেস্ট কাস্টম মডেল টেস্ট প্রশ্নপত্র জেনারেট করুন
  • অন্যান্য
    প্রশ্নপত্র জমা দিন প্রশ্নপত্র জেনারেট করুন জব সাজেশান্স এবং টিপ্স ফিডব্যাক নোটিশ পয়েন্টস
  • লগ ইন
×

প্রশ্ন খুঁজুন

66053 প্রশ্নের মাধ্যমে নিজের দক্ষতা যাচাই করুন।

...
User Profile Photo
লগ ইন
  •   হোম
  •   স্যাট অনলাইন গাইড
  •   পুরাতন ভার্সন
  •   জিজ্ঞাসা করুন
  •   অনলাইন মডেল টেস্ট

  •   বিষয় ভিত্তিক জব সমাধান
  •   প্রতিষ্ঠান ভিত্তিক জব সমাধান
  •   সাল ভিত্তিক জব সমাধান
  •   ব্যাখ্যাবিহীন প্রশ্ন

  •   প্রশ্নপত্র জমা দিন

      জব সাজেশন এবং টিপ্স

      জব নোটিশ

      পয়েন্টস

      ফিডব্যাক

      আপনার জিজ্ঞাসা


  1. সব
  2. পিএসসি ও অন্যান্য
  3. গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩

গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ এর প্রশ্ন পড়ুন।

1. ইস্পাতে কার্বণের শতকরা পরিমাণ--

  ০.১৫-১.৫%

  ৫.৫ -৬.৫%

 ১০-১২.৫%

  ২৪%

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ ইস্পাতে কার্বণের শতকরা পরিমাণ--

বর্ণনাঃ

ইস্পাতে কার্বনের পরিমাণ ০.১৫ - ১.৫।

ইস্পাত লোহা ও কার্বনের একটি সংকর ধাতু যাতে মান ভেদে মোট ওজনের ০.১৫ থেকে ১.৫ কার্বন থাকে। ইস্পাত লোহার তুলনায় দৃঢ়তর। 

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

2. কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান--

  Apple

  Epson

 IBM

  Microsoft

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান--

বর্ণনাঃ

কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন একটি বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি।  এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটন ডিসি। 

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

3. কোনটির গতি বেশি?

  DTL

  TTL

 ECL

  CMOS

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ কোনটির গতি বেশি?

বর্ণনাঃ

Emitter Coupled Logic (ECL) is a high speed integrtted circuit  bipolar transistor logic family.ECL uses an overdriven BJT differential amplifire with single inded input & limited emmiter curent to avoid the saturated region of operation & its slow turn off behaviour.

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

4. IC উদ্ভাবন করেন --

  জে এস কেলবি

  রবার্ট হুক

 আবাকাস

  শূণ্য পোলার

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ IC উদ্ভাবন করেন --

বর্ণনাঃ

IC( Integrated circuit) একটি সমন্বিত বর্তনী।  এটি মাইক্রোচিপ, সিলিকন চিপ, আইসি বা কম্পিউটার চিপ নামেও পরিচিত।  ১৯৫৮ সালে জ্যাক কেলবি এটি আবিষ্কার করেন। 

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

5. সাধারণত ট্রানজিস্টারের কাজ--

  একমুখীকরণ

  বিবর্ধক হিসেবে ব্যবহার

 ফিল্টারিং

  স্পন্দক হিসেবে

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ সাধারণত ট্রানজিস্টারের কাজ--

বর্ণনাঃ

ট্রানজিস্টর একটি অর্ধপরিবাহী যন্ত্র,  যা সাধারণত অ্যামপ্লিফায়ার এবং বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত সুইচ হিসেবে ব্যবহৃত হয়। ট্রানজিস্টর ইলেকট্রনিক সার্কিট বা বর্তনীতে বিবর্ধক হিসেবে কাজ করে। 

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

6. একটি পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারে অন্তগামী কম্পাংক ৫০ হার্জ হলে বহির্গামী কম্পাংক হবে--

  ২৫ হার্জ

  ৫০ হার্জ

 ১০০ হার্জ

  ২০০ হার্জ

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ একটি পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারে অন্তগামী কম্পাংক ৫০ হার্জ হলে বহির্গামী কম্পাংক হবে--

বর্ণনাঃ

AC বা দিক পরিবর্তী বা দ্বিমুখি তরঙ্গে প্ররত্যেক একক অংশে দিক থাকে ধনাত্মক ও ঋণাত্মক। রেকটিফায়ার যেকোন একটা বাদ দিয়ে আউটপুট দেয়। তাই ২ টা অংশের এক টা থাকে, অপরটা বাদ পড়ে। 

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

7. ২০ ওহম রোধবিশিষ্ট একটি তড়িদ্বার হতে সর্বোচ্চ ক্ষমতা স্থানান্তর ঘটে যখন তার ভার

  ১০ ওহম

  ২০ ওহম

 ১ ওহম

  ১০০ ওহম

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ ২০ ওহম রোধবিশিষ্ট একটি তড়িদ্বার হতে সর্বোচ্চ ক্ষমতা স্থানান্তর ঘটে যখন তার ভার

বর্ণনাঃ

কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মান ১ ভোল্ট হলে তার মধ্য দিয়ে যদি ১ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে তবে সেই পরিবাহকের রোধকে ১ ওহম (Ω) বলে

বাস্তবক্ষেত্রে তড়িৎ ও ইলেকট্রনিক্সের জগতে শুধু ওহমই নয়, ওহমের বেশকিছু গুনিতকও ব্যবহৃত হয়। যেমন মিলিওহম, কিলোওহম, মেগাওহম, গিগাওহম ইত্যাদি। [৩]।

★ রোধের মান যদি এক হাজার ওহমের সমান বা অতিক্রম করে তাহলে তাকে এক হাজার দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ততো কিলো ওহমের রোধ বলা হয়। যেমনঃ

  • ১০০০ ওহম = ১ কিলো ওহম।
  • ৫৬০০০০ ওহম = ৫৬০০০০÷১০০০ = ৫৬০ ওহম।

★ রোধের মান যদি এক হাজার কিলো ওহম এর সমান বা অতিক্রম করে তবে তাকে এক হাজার দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ততো মেগা ওহমের রোধ বলা হয়। যেমনঃ

  • ১০০০০০০ ওহম = ১০০০০০০÷১০০০ = ১০০০

১০০০÷১০০০ = ১ মেগা ওহম (১০০০ কিলো ওহম)

  • ৯৫০০০০০ ওহম = ৯৫০০০০০÷১০০০ = ৯৫০০

৯৫০০÷১০০০ = ৯.৫ মেগা ওহম।

★ রোধের মান যদি এক হাজার মেগা ওহমের সমান বা অতিক্রম করে তবে তাকে এক হাজার দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ততো গিগা ওহমের রোধ বলা হয়। যেমনঃ

  • ১০০০০০০০০০ ওহম = ১০০০০০০০০০÷১০০০ = ১০০০০০০

১০০০০০০÷১০০০ = ১০০০ ১০০০÷১০০০ = ১ গিগা ওহম (১০০০ মেগা ওহম)

  • ৫৪৬০০০০০০০ ওহম = ৫৪৬০০০০০০০÷১০০০ = ৫৪৬০০০০

৫৪৬০০০০÷১০০০ = ৫৪৬০ ৫৪৬০÷১০০০ = ৫.৪৬ গিগা ওহম।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

8. যে 'কণা ত্বরক ' তড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করে , তার নাম--

  সাইক্লোট্রেন

  ভ্যান ডে গ্রাফা জেনারেটর

 বিউট্রান

  সিনকো নাইক্লোট

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ যে 'কণা ত্বরক ' তড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করে , তার নাম--

বর্ণনাঃ

যে ' কণা ত্বরক' তড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করে তার নাম বিউট্রান। 

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

9. মানুষের রক্তের পি এইচ কত?

  ৭.০

  ৭.২

 ৭.৪

  ৭.৬

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ মানুষের রক্তের পি এইচ কত?

বর্ণনাঃ

রক্ত প্রধানত দেহে অক্সিজেন,  কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে। রক্ত হলো আমাদের দেহের জ্বালানি স্বরূপ। মানবদেহে শতকরা ৮ ভাগ রক্ত থাকে( গড়ে মানবদেহে ৫-৬ লিটার রক্ত থাকে)। রক্তের PH সামান্য ক্ষারীয় অর্থাৎ ৭.২- ৭.৪। 

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

10. কম্পিউটার ভাইরাস হলো -

  এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম

  কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্ট সার্কিট

 কম্পিউটারের যন্ত্রাংশের মাঝে জমে থাকা ধুলা

  কম্পিউটারের কোনো যন্ত্রাংশে সার্কিট ঢিলা হওয়া

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ কম্পিউটার ভাইরাস হলো -

বর্ণনাঃ

কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে।  মেটামর্ফিক ভাইরাসের মত তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত হতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে। 

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

দুধের বিশুদ্ধতা পরিমাপের যন্ত্র --

  হাইড্রোমিটার

  অলটিমিটার

 গ্যালভানো মিটার

  ল্যাকটোমিটার

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ দুধের বিশুদ্ধতা পরিমাপের যন্ত্র --

বর্ণনাঃ

দুধে পানি মেশানো আছে কিনা তা প্রমাণ করে যে যন্ত্র তার নাম ল্যাক্টোমিটার। দেখতে থার্মোমিটারের মতো। যন্ত্র টা সোজাসুজি নামিয়ে দিয়ে ওপর থেকে হালকা ভাবে ছেড়ে দিলে, যদি দেখা যায় ল্যাকটোমিটার কিছুটা নামার পর আর নামে না, তবে সেই দুধে নিশ্চিত ভাবে পানি মেশানো আছে। 

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

11. OSI মডেলে স্তর কয়টি?

  ৪টি

  ৫টি

 ৬টি

  ৭টি

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ OSI মডেলে স্তর কয়টি?

বর্ণনাঃ

  OSI এর মডেল ৭ টি

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

12. সময়ের পরিমাপে কোনটি সবচেয়ে বড় ?

  ন্যানোসেকেন্ড

  মাইক্রোসেকেন্ড

 পিকোসেকেন্ড

  মিলিসেকেন্ড

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ সময়ের পরিমাপে কোনটি সবচেয়ে বড় ?

বর্ণনাঃ

১ মিলি সেকেন্ড - ১/১০০০ সেকেন্ড 

১ মাইক্রো সেকেন্ড - ১/ ১০০০০০০ সেকেন্ড 

১ ন্যানো সেকেন্ড - ১/ ১০০০০০০০০০ সেকেন্ড 

১ পিকো সেকেন্ড - ১/ ১০০০০০০০০০০০০ সেকেন্ড 

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

13. UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?

  বেল ল্যাব

  আইবি এম

 মাইক্রোসফট

  ইন্টেল

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?

বর্ণনাঃ

UNIX একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম।  এটা প্রথমে নির্মিত হয় ৬০ ও ৭০ এর দশকে বেল ল্যাবে উদ্ভাবন প্রতিষ্ঠান আই বি এম। নেতৃত্বে ছিলেন কেন থমসন ও ডেনিস রিচি।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

14. ক্যাপাসিটরের প্রধান কাজ কি?

  বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান

  বিদ্যুৎ প্রবাহে সহায়তা করা

 তাপ ক্ষয় করা

  শক্তি সংরক্ষণ করা

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ ক্যাপাসিটরের প্রধান কাজ কি?

বর্ণনাঃ

ইলেকট্রনিক ক্যাপাসিটর হলো সার্কিটে চার্জ সংরক্ষণ বা ফিল্টারিং করে থাকে। ক্যাপাসিটর কথাটির বাংলা অর্থ ধারক। এর মূল কাজ সাময়িকভাবে কারেন্ট সংরক্ষণ করা এবং ফিল্টারিং করা।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

15. ১ ঘন মিটার পানির ভর হবে-

  ১ কেজি

  ১০ কেজি

 ১০০ কেজি

  ১০০০ কেজি

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ ১ ঘন মিটার পানির ভর হবে-

বর্ণনাঃ

এক ঘনমিটার পানি  = ১০০০ লিটার = ১০০০ কেজি

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

16. রাডারে ব্যবহৃত হয়--

  মাইক্রো তরঙ্গ

  আলোক তরঙ্গ

 রঞ্জন রশ্মি

  গামা রশ্মি

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ রাডারে ব্যবহৃত হয়--

বর্ণনাঃ

রাডার এমন একটি পদ্ধতি যা রেডিও তরঙ্গের ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা এবং দিক নির্ণয় করতে পারে। দূরের কোন বস্তুর অস্তিত্বের সম্পর্কে জানার জন্য যে যন্ত্রের ব্যবহার করা হয় তাকে রাডার বলা হয়ে থাকে।

রাডার একটি সংক্ষিপ্ত শব্দ যেটার পূর্ণ রুপ হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এই রাডারের সাহায্যে ঘন অন্ধকার রাতেও দূরের বস্তুকে লক্ষ্য করা যায়। এর ফলে রাডার উড়োজাহাজের পাইলট কিংবা সামুদ্রিক জাহাজের ক্যাপ্টেনের তৃতীয় নয়ন হিসেবে কাজ করে।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

17. ট্রানজিস্টর উদ্ভাবিত হয়-

  ১৯৪৮ সালে

  ১৯৫০ সালে

 ১৯৫২ সালে

  ১৯৫৪ সালে

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ ট্রানজিস্টর উদ্ভাবিত হয়-

বর্ণনাঃ

ট্রানজিস্টর অর্ধপরিবাহী যা অ্যামপ্লিফায়ার এবং ইলেকট্রনিক সুইস হিসেবে কাজ করে।  ১৯৪৮ সালে ট্রানজিস্টর আবিষ্কৃত হয়।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

18. পারমাণবিক চুল্লীতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়-

  লোহা

  তামা

 সিসা

  গ্রাফাইট

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ পারমাণবিক চুল্লীতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়-

বর্ণনাঃ

পারমাণবিক চুল্লী একটি যন্ত্র,  যা একটি স্বনির্ভর নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া শুরু এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এই চুল্লীতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট। 

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

19. মানুষের চোখের মধ্যেকার লেন্সের আকৃতি-

  উত্তল

  অবতল

 দ্বি উত্তল

  দ্বি অবতল

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ মানুষের চোখের মধ্যেকার লেন্সের আকৃতি-

বর্ণনাঃ

 মানুষের চোখের লেন্স উত্তল।   যে লেন্সের মধ্যভাগ মোটা ও এর প্রান্তভাগ ক্রমশ সরু, তাকে উত্তল লেন্স বলে। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক হয়ে থাকে।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

20. অভিকর্ষ হলো বস্তুর ওপর-

  ঊর্ধ্বমুখী বল

  নিম্নমুখী বল

 কেন্দ্রমুখী বল

  সবগুলো

...
সাধারণ বিজ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ অভিকর্ষ হলো বস্তুর ওপর-

বর্ণনাঃ

অভিকর্ষজ ত্বরণ ওপর থেকে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার। অভিকর্ষের কারণে ওপর থেকে ছেড়ে দেয়া বস্তু ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় এবং যতই ভূপৃষ্ঠের নিকটবর্তী হয় এর পতনের বেগ বৃদ্ধি পেতে থাকে।  অভিকর্ষ বল বস্তুর উপর নিম্নমুখী বল।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

21. ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি কোন নদী খেকে?

  নীল নদ

  জাম্বেসী নদী

 আমাজান নদী

  সিন্ধু নদ

...
সাধারণ জ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি কোন নদী খেকে?

বর্ণনাঃ

ভিক্টোরিয়া জলপ্রপাত মধ্য-দক্ষিণ আফ্রিকার জলপ্রপাত। জিম্বাবুয়ে উত্তর-পশ্চিমাংশে ও জাম্বিয়ার দক্ষিণ-পূর্বদিকে অবস্থিত যৌথ নদী জাম্বেজি থেকে এ জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এটি উচ্চতায় ১০৮.৩ মিটার এবং প্রস্থে ১,৭০৩ মিটার।

প্রতি সেকেন্ডে প্রায় ৩৩,০০০ ঘনফুট (৯৩৫ ঘনমিটার) জল পতিত হয়। তবে নিম্ন নদী প্রবাহকালীন সময়ে পূর্বদিকের অংশ প্রায়শঃই শুষ্ক থাকে। নায়াগ্রা জলপ্রপাতের সাথে তুলনা করলে ভিক্টোরিয়া জলপ্রপাত প্রায় দ্বিগুণ প্রশস্ত ও দ্বিগুণ গভীর।

ইউনেস্কো ১৯৮৯ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে জলপ্রপাতটিকে উভয় নামেই তালিকাভূক্ত করেছে।জলপ্রপাতের উভয় অংশকে সংযুক্ত করতে ভিক্টোরিয়া ফলস (জাম্বেজি) সেঁতু নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে রেলওয়ে, মোটরগাড়ী চলাচল করে।

বর্তমানে এটি বহিঃবিশ্বের পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে। জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলস ন্যাশনাল পার্ক এবং জাম্বিয়ার মোজি-ওয়া-তুনিয়া ন্যাশনাল পার্ক ব্যাপক এলাকা নিয়ে গড়ে তোলা হয়েছে। আশেপাশের বনে অ্যান্টিলোপ, হাতি, জিরাফ, জেব্রা, সিংহ, চিতা ইত্যাদি প্রাণীর বসবাস। পাহাড়ের চূড়ায় বাজপাখি, ঈগল আবাস গড়েছে।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

22. সার্ক সচিবালয় অবস্থিত কোথায়?

  ঢাকা

  দিল্লি

 ইসলামাবাদ

  কাঠমন্ডু

...
সাধারণ জ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ সার্ক সচিবালয় অবস্থিত কোথায়?

বর্ণনাঃ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান।

গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।

যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা নেতারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে এক রাজকীয় সনদপত্রে আবদ্ধ হন । এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনির্ভরশীলতা জোর নিবেদিত ।

সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্য পদ লাভ করে । রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয় । নেপালের রাজধানী কাঠমান্ডু সার্কের সদর দফতর অবস্থিত ।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

23. ইঙ্গ - মার্কিন বাহিনী কবে ইরাক আক্রমণ করে?

  ২০ মার্চ , ২০০৩

  ১৭ মার্চ , ২০০৩

 ১৯ মার্চ , ২০০৩

  ২৫ মার্চ , ২০০৩

...
সাধারণ জ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ ইঙ্গ - মার্কিন বাহিনী কবে ইরাক আক্রমণ করে?

বর্ণনাঃ

এই আক্রমণ শুরু হয়েছিল ২০ মার্চ ২০০৩ এ বাগদাদের প্রেসিডেনশিয়াল প্যালেস এর উপর বিমান আক্রমণ এর মাধ্যমে। পরবর্তী দিনে, যৌথ বাহিনী ইরাক-কুয়েত সীমান্ত হত বসরায় আক্রমণ সূচনা করে। একই সময়ে পারস্য উপসাগরে অবস্থিত নেভাল বেজ হতে সাড়াশি আক্রমণ পরিচালিত হয় বসরা ও সংলগ্ন অঞ্চলের তেল খনি রক্ষার জন্য।

অন্যদিকে নিয়মিত বাহিনী ইরাকে দক্ষিণ অঞ্চল দখলে মনোযোগী হয়। এর ভিতর উল্লেখযোগ্য ছিল ২৩ মার্চ এ অনুষ্ঠিত নাসিরিয়াহ যুদ্ধ। উপুর্যপুরি বিমান আক্রমণের মাধ্যমে ইরাকী বাহিনীর নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট করে দেয়া হয় যার দরুণ ইরাকী বাহিনী কোন উল্লেখযোগ্য প্রতিরোধ গড়তে সক্ষম হয়নি।

২৬ মার্চ এ ১৭৩তম এয়ারবোর্ন ব্রিগেড উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের সন্নিকটে অবতরণ করে। যেখানে তারা কুর্দি বিদ্রোহী দের সাথে যুক্ত হয়ে ইরাকী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে ও উত্তরাঞ্চল কে করতলগত করে।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

24. রোমাঁ রোলাঁ ছিলেন -

  চিত্রশিল্পী

  দার্শনিক

 সাহিত্যিক

  যোদ্ধা

...
সাধারণ জ্ঞান২০০৩গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ)-৩০.১২.২০০৩ পিএসসি ও অন্যান্য

প্রশ্নঃ রোমাঁ রোলাঁ ছিলেন -

বর্ণনাঃ

রোম্যাঁ রোলাঁ ( ২৯ জানুয়ারি, ১৮৬৬ - ৩০ ডিসেম্বর, ১৯৪৪) ছিলেন একজন ফরাসি নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক ও অধ্যাত্মবিদ। ১৯১৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।

শিল্পকলা ও সংগীত গবেষক রোলাঁ ১৯০৩ সালে সর্বন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। তার প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ Vie de Beethoven (বেটোভেন-চরিত) প্রকাশিত হয় ১৯০৩ সালে। এরপর ১৯০৬ সালে মিকেলাঞ্জেলোর জীবনী ও ১৯১১ সালে তলস্তয়ের জীবনী রচনা করেছিলেন তিনি। জাঁ-ক্রিস্তফ তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য রচনা।

১৯১০ থেকে ১৯১২ সালের মধ্যে দশ খণ্ডে প্রকাশিত এই গ্রন্থটির জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধের বিরোধিতা করেন। রোলাঁ ছিলেন একজন ভারতপ্রেমিক ও ভারততত্ত্ববিদ। তিনি মহাত্মা গান্ধী, রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের জীবনী রচনা করেছিলেন।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
...
...
স্যাট আইটি

হ্যালো

দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।

বিষয়ভিত্তিক সমাধান

  • English
  • গণিত
  • সাধারণ জ্ঞান
  • সাধারণ বিজ্ঞান
  • তথ্য প্রযুক্তি
  • বাংলা
  • আরও

প্রতিষ্ঠানভিত্তিক সমাধান

  • বিসিএস প্রিলি.
  • প্রাথমিক সহকারী শিক্ষক
  • শিক্ষক নিবন্ধন
  • পিএসসি ও অন্যান্য
  • বাংলাদেশ ব্যাংক

সালভিত্তিক সমাধান


  • ২০২০
  • ২০১৯
  • ২০১৮
  • ২০১৭
  • ২০১৬
  • ২০১৫
  • ২০১৪
  • ২০১৩
  • ২০১২
  • ২০১১

গুরুত্বপূর্ণ লিংক

  • অনলাইন মডেল টেস্ট
  • জিজ্ঞাসা করুন
  • প্রশ্নপত্র জেনারেট করুন
  • পোস্ট করুন
  • নোটিশ তৈরি করুন
স্যাট আইটি

হ্যালো!

আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।

আর মাত্র

বাকি

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

স্যাট কর্তৃক সরবরাহকৃত
View All Organization Question