গণমাধ্যম হচ্ছে প্রযুক্তিগত সকল ধরনের মাধ্যম যা গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। গণমাধ্যমকে প্রধান ৮টি ভাগে ভাগ করা হয়েছে। যথা- বই, সংবাদপত্র, সাময়িকী, ধারণযন্ত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র এবং ইন্টারনেট।
গণমাধ্যম হলো সমাজের দর্পণ। গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার আনুষ্ঠানিক অঙ্গ বা স্তম্ভ ৪ টি। যথা- আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং গণ মাধ্যম (সংবাদ মাধ্যম)। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। অ্যাডমান্ড বার্ক সংবাদপত্রকে প্রথম ‘Fourth Estat’ হিসেবে আখ্যায়িত করেন।