হুমায়ূন আহমেদ
আলাউদ্দিন আর আজাদ
আব্দুশ শাকুর
আহমদ ছফা
প্রশ্নঃ 'যদ্যপি আমার গুরু' কার রচনা?
বর্ণনাঃ
‘যদ্যপি আমার গুরু প্রফেসর রাজ্জাক’ (১৯৯৭) প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা আহমদ ছফা। তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থ হলোঃ ‘জাগ্রত বাংলাদেশ’, ‘বাঙালী মুসলমানের মন’, ‘সিপাহীযুদ্ধের ইতিহাস’, ‘শতবর্ষের ফেরারি’, ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়;, ‘সাম্প্রতিক বিবেচনা’, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ ইত্যাদি। তার ‘ওস্কার’ (১৯৭৫) উপন্যাসটি ১৯৬৯ এর গণঅভ্যুত্থান নিয়ে রচিত হয়েছে। অবসরপ্রাপ্ত সচিব আবদুশ শাকুরে প্রবন্ধ গ্রন্থ ‘মহামহিম রবিন্দ্রনাথ’, ‘সঙ্গীত সংবিৎ’, ‘গোলাপ বিসংবাদ’, আলাউদ্দিন আল আজাদের প্রবন্ধ গ্রন্থ ‘ধারা ও প্রকৃতি’, ‘ম্যাকভস্কি ও নজ্রুল’, ‘রবীন্দ্রক্লাসুক আবিস্কার’, ‘সাহিত্য সমালোচনা’।
সূর্য
মরুভূমি
চন্দ্র
আকাশ
সুন্দর কথা
প্রচুর কথা
রাগের কথা
অর্থহীন কথা
মান্য
স্মরণ
শন শন
স্বতন্ত্র
প্রশ্নঃ কোনটি দ্বিরুক্ত শব্দ?
বর্ণনাঃ
বাংলা ভাষার একই পদ, শব্দ বা ধ্বনি পরপর দুবার ব্যবহৃত হয় এবং ভিন্ন একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করে, এদের দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত বলে। এটি আবার কয়েক প্রকার। যার মধ্যে অনুকার অব্যয়ের স্বিরুক্ত অন্যতম। শনশন হচ্ছে অনুকার অব্য্যের দ্বিরুক্তি।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
হুমায়ুন আজাদ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্নঃ 'শেষ প্রশ্ন' উপন্যাস কে লিখেছিলেন?
বর্ণনাঃ
‘শেষ প্রশ্ন’ উপন্যাস্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচন করেন। উপন্যাস্টি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এ উপন্যাসের প্রধান চরিত্রের নাম ‘কমল’। এছাড়াও শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস হচ্ছে- শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহ, পল্লীসমাজ, দেবদাস, দত্তা, শুভদা, দেনাপাওনা, শেষের পরিচয়, পন্ডিত মশাই ইত্যাদি।
গিরিশচন্দ্র ঘোষ
দ্বিজেন্দ্রলাল রায়
শিশির ভট্টাচার্য
মনোজ মিত্র
প্রশ্নঃ 'সাজাহান' নাটকটির নাট্যকার কে?
বর্ণনাঃ
‘সাজাহান’ নামক ঐতিহাসিক নাটকটি দ্বিজেন্দ্রলাল রায় রচনা করেন। তার অন্যান্য বিখ্যাত নাটক হচ্ছে- তারবাঈ, নূরজাহান, চন্দ্রগুপ্ত, সিঙ্ঘল বিজয় ইত্যাদি। গিরিশচন্দ্র ঘোষের বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে- সিরাজদ্দৌলা, চৈতন্যলীলা, সীতার বনবাস, রামের বনবাস, মুকুল্মুঞ্জরা, প্রফুল্ল, বলিদান ইত্যাদি।
মুনতাসির ফ্যান্টাসি
পায়ের আওয়াজ পাওয়া যায়
কবর
বহুব্রীহি
প্রশ্নঃ সেলিম আল দীন কোন নাটকটি রচনা করেছেন ?
বর্ণনাঃ
সেলিম আল দীন ‘মুনতাসির ফ্যান্টাসি ‘ নাটকটি রচনা করেন । ‘ পায়ের আওয়াজ পাওয়া যায় ‘ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকটি রচনা করেন সৈয়দ শামসুল হক । ভাষা আন্দোলনভিত্তিক ‘ কবর’ নাটকটি রচনা করেন মুনীর চৌধুরি । ঢাকা কেন্দ্রীয় কারাগার এটি প্রথম মঞ্চস্থ হয় । ‘বহুব্রীহি’ হুমায়ূন আহমেদ রচনা করেন ।
১৯৫৪
১৯৫৫
১৯৫৬
১৯৫৭
চাঁদ মুখের ন্যায়
চাঁদের মত মুখ
চাঁদ মুখ যার
চাঁদ রূপ মুখ
সুন্দরম
লোকায়ত
কারি ও কলম
উত্তরাধিকার
প্রশ্নঃ বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি ?
বর্ণনাঃ
বর্তমানে বাংলা একাডেমি থেকে ‘ধান শালিকের দেশ’, ‘উত্ত্রাধিকার’, ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’, ‘বাংলা একাডেমি পত্রিকা;, ‘লেখা’ ও ‘বাংলা একাডেমি জার্নাল’ নামে ৬ টি পত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে শুরুর দিকে ‘উত্তরাধিকার’ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা হিসেবে প্রকাশিত হলেও বর্তমানে পত্রিকাটি মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে। অন্যদিকে ‘ধান শালিকের দেশ’ হচ্চে ত্রৈমাসিক কিশোর পত্রিকা। কাজেই প্রশ্নে সঠিক উত্তর দেয়া নেই।
বিভিষীকা
বিভীষিকা
বীভিষিকা
বিভিষিকা
ভাড়ু দত্ত
চাঁদ সওদাগর
ঈশ্বরী পাটনী
নল্কুবের
প্রশ্নঃ 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এই প্রার্থনা কার?
বর্ণনাঃ
‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ উক্তিটি করেছিলেন ঈশ্বরী পাটনি। ইক্তিটি পাওয়া যায় ভারতচন্দ্র রায়গুণাকরের ‘অন্নদামঙ্গল’ কাব্যে। ‘ভাডু দত্ত’ চন্ডীমঙ্গলের এবং ‘চাঁদ সওদাগর’ পদ্মপুরাণের বিখ্যাত চরিত্র।
সৈয়দ শামসুল হক
শওকত ওসমান
সৈয়দ মুজতবা আলী
ফররুখ আহমদ
প্রশ্নঃ 'চাচা কাহিনী'র লেখক কে?
বর্ণনাঃ
‘চাচা কাহিনি’ রম্যরচনাটি সৈয়দ মুজতবা আলী রচনা করেন। তার আরেকটি বিখ্যাত রম্যরচনার নাম ‘পঞ্চতন্ত্র’। সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে- ‘খেলারাম খেলে যা’, ‘এক মহিলার ছবি’ ইত্যাদি। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ তার বিখ্যাত কাব্যনাট্য। শওকত ওস্মানের বিখ্যাত উপন্যাস হচ্ছে- ‘বনি আদম’, ‘জাহান্নাম হইতে বিদায়’, ‘জলাংগী’, ‘ক্রীতদাসের হাসি’ ইত্যাদি। ফররুখ আহমদের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে- ‘সাত সাগরের মাঝি’, ‘সিরাজাম মুনীরা’, নৌফেল ও হাতেম’, ‘হাতেমতায়ী’। তার সনেট সংকলনের নাম ‘মুহূর্তের কবিতা’।
কাব্য
উপন্যাস
ছোটগল্প
নাটক
শামসুর রহমান
সুকান্ত ভট্টাচার্য
সমর সেন
জীবনানন্দ দাশ
প্রশ্নঃ 'সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত সন্ধ্যা নামে' - কার লেখা ?
বর্ণনাঃ
উক্তিটি রুপসী বাংলার কবে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ করিতার অন্তর্গত। ‘বনলতা সেন’ (১৯৪২)) আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতনামা গ্রন্থগুলোর অন্যতম। এ কাব্যের ‘বনলতা সেন’ কবিতাটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা এবং জীবনানন্দের কবিতাগুলোর মধ্যে জনপ্রিয়।
রাজা রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
দীনবন্ধু মিত্র
কালীপ্রসন্ন ঘোস
প্রশ্নঃ বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
বর্ণনাঃ
বিদ্যাসগরের হাতেই বাংলা গদ্যের মুক্তি সূচিত হয়। গদ্য প্রবাহে এক ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সঞ্চারকরে এবং উচ্চব ধ্বনিতরঙ্গ সৃষ্টি করে তার হাতে এক সমৃদ্ধ গদ্যরীতির সূত্রপাত। ‘অনন্যতন্ত্র ব্যক্তিত্বের সঞ্চার’ এই রীতির অন্যতম বৈশিষ্ট্য; নিপুণ শব্দ নির্বাচন ও নিয়মিত ছেদচিহ্নের প্রবর্ত্ন এর বহিরঙ্গ। তিনি ২০ টি মডেল স্কুল ও ৩৫ টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন।
রৌদ্র করোটিতে
রাখালী
ছায়াহরিণ
সাঁঝের মায়া
১৮০১
১৮০২
১৮০৩
১৮০৪
প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
বর্ণনাঃ
গভর্নর জেনারেল লর্ড অয়েলেস্লী কর্তৃক ১৮০০ সালে কলকাতায় ফর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বেভাগ খোলা হলে তাতে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন উইলিয়াম কেবী। এ সময় কলেজের পাঠ্যক্রম তৈরির জন্য ৮ জন লেখক কর্তৃক মোট ১৩ টি বাংলা বই রচিত হয়। ১৮৫৪ সালে আনুষ্ঠানিকভাবে এ কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
চোষ্য
চর্ব্য
লেহ্য
পেয়
প্রশ্নঃ যা চেটে খাওয়ার যোগ্য-
বর্ণনাঃ
যা খাওয়ার যোগ্য- খাদ্য
যা খুব শীতল বা উষ্ণ নয়- নাতিশীতোষ্ণ
যা চেটে খাবার যোগ্য- লেহ্য
যা জলে ও স্থলে চরে- উভচর
যা জলে চরে -জলচর
যা জল দেয়- জলদ (মেঘ)
যা দমন করা কষ্টকর- দুর্দমনীয়
যা দমন করা যায় না- অদম্য
যা দীপ্তি পাচ্ছে- দেদীপ্যমান
যা দীর্ঘকাল ধরে চলে আসছে- চিরন্তন
যা ধারণ বা পোষণ করে- ধর্ম ।
হাসান আজিজুল হক
আলাউদ্দীন আল আজাদ
সৈয়দ ওয়ালিউল্লাহ
শওকত ওসমান
প্রশ্নঃ 'ক্রীতদাসের হাসি' কার রচনা ?
বর্ণনাঃ
ক্রীতদাসের হাসি’ নামক উপন্যাসটি রচনা করেন শওকত ওসমান। লেখকের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। ‘আগুন পাখি’ রচনা করেন হাসান আজিজুল হক। আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত উপন্যাস হচ্ছে- ‘তেইশ নম্বর তৈলচিত্র’, ‘কর্ণফুলী’, ‘ক্ষুধা ও আশা’ ইত্যাদি। লতার বিখ্যাত কবিতা মানচিত্র। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস হচ্ছে- ‘লালসালু’, চাঁদের অমাবস্যা’, ‘কাদো নদী কাদো’ ইত্যাদি।
বারিধি
বারীশ
সুধাকর
রত্নাকর
বুদ্ধদেব বসু
মানিক বন্দোপাধ্যায়
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
বিভূতিভূষন বন্দোপাধ্যায়
প্রশ্নঃ আরণ্যক কার রচনা?
বর্ণনাঃ
বুদ্ধদেব বসু একধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, অনুবাদক, সমলোচক ও সম্পাদজ ছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলো হচ্ছে- সাড়া, সানন্দা, তিথিডোর, রাতভর বৃষ্টি, নির্জন স্বাক্ষর ইত্যাদি। ‘আরণ্যক’ উপন্যাসটি রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার আরো কয়েকটি উল্লাখযোগ্য উপন্যাস হচ্ছে- পথের পাচালী, অপরাজিত, দৃষ্টি প্রদীপ ইত্যাদি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ হচ্ছে- আরোগ্য নিকেতন, সঞ্জীবন ফার্মাসি, গণসেবতা, পঞ্চগ্রাম, হাসুলী বাকের উপকথা, কবি, ধাত্রীদেবতা, ইত্যাদি। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হচ্ছে- জননি পদ্মনদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। বিখ্যাত গল্প-গ্রন্থ হচ্ছে-অতসি মামি ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, আজকাল প্রশুর গল্প ইত্যাদি।
Heavy punishment
confiscation of capital
Death penalty
life imprisonment
History of the Bible
History of Books
Collection of Books
Worshipper of Books
An elephant of white colour
A Burmese elephant
A costly position
An honest animal
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ