ব্যাবিলন শহরকে কেন্দ্র করে গড়ে উঠায় ক্যালডীয় সভ্যতা ইতিহাসে নতুন ব্যাবলনীয় সভ্যতা নামেও পরিচিত। ক্যালডীয় সভ্যতার স্থপতি ছিলেন সম্রাট নেবুচাদনেজার। ব্যাবিলনের শূন্যউদ্যান (The Hanging Garden of Babylon) নির্মানের জন্য তিনি অমর হয়ে আছেন। সম্রাট নেবুচাঁদ নেজারের বাগান করতে খুব পচ্ছন্দ করতেন। তাঁরই উৎসাহে সম্রাট নগর দেওয়ালের উপর তৈরি করলেন আশ্চর্য সুন্দর এক বাগান। ইতিহাসে যা শূন্যউদ্যান নামে পরিচিত।