নিত্য স্ত্রীবাচক শব্দ হল; সতীন, সৎমা, এয়ো, দাই সধবা ইত্যাদি। এগুলোর পুরুষবাচক শব্দ নেই। আবার কতগুলো শব্দ যেমন- কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার ইত্যাদি শুধু পুরুষবাচক শব্দ।
'শবদাহ' গুরুচণ্ডালী দোষমুক্ত। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। এখানে 'শব' ও ' দাহ' শব্দ দুটি সাধু ভাষা। তাই শবদাহ শব্দটি গুরুচণ্ডালী দোষমুক্ত।