বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে, ধানের ফুল আসার সময় থেকে বীজ বের হওয়ার মাঝখানের সময়টুকুতে প্রয়োজনের তুলনায় বৃষ্টিপাত কম হওয়ায় T - আসন জাতের ধানের উৎপাদন কমে আসছে। কম বৃষ্টির কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততার T- আমন জাতের ধানের উৎপাদন কমে আসছে। কম বৃষ্টির কারণে উপকূলীয় এলাকায় লবণাক্তার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বাড়ার কারণে পানির বাষ্পীভবন বেড়ে যাচ্ছে এবং বাতসে আদ্রতার পরিমাণ বেড়ে যাবে। বন্যা ও ক্ষরার কারণে শস্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ উভয়ই ব্যাহত হচ্ছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় রেশম চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেপ্টেম্বর অক্টোবর মাসের খরা, বোনা ও রোপা আমন ধানের উৎপাদন কমিয়ে দেয় এবং ডাল ও আলু চাষকে বিলম্বিত করে।