* ধান এর জাত, উন্নয়ন, নতুন ধান উৎপাদন এবং এলাকা অনুযায়ী ধানের জাত তৈরি ইত্যাদি গবেষণা কাজে নিয়োজিত কৃষি বিষয়ক প্রতিষ্ঠান আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (International Rice Research Institute - IRRI)। ফিলিপাইনের ম্যানিলাতে এর সদর দফতর অবস্থিত।
* চা এর আদিবাস চীনে। পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয় এশিয়া মহাদেশে।
* পানীয় হিসেবে কফির প্রথম ব্যবহার শুরু হয় ইয়েমেনে (একটি আরব দেশ)। ১৫১১ সালে কায়রোতে প্রথম ‘কফি হাউস’ প্রতিষ্ঠিত হয়।