কালীপ্রসন্ন সিংহ কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহন করেন । তার ছদ্মনাম ছিল 'হুতোম প্যাঁচার নকশা" এবং মহাভারতের অনুবাদক এই দুই কীর্তির জন্য তিনি বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন। "হুতোম প্যাঁচার নকশা( প্রধান চরিত্র - দনুবানু) একটি রম্য রচনা। কালীপ্রসন্ন অনুসৃত ভাষা রীতিকে "হুতোমী বাংলা " বলা হয় ।