ভাস্কর্য এক ধরনের শিল্পকলাবিশেষ। এটিকে অবশ্যই ত্রিমাত্রিক হতে হবে। পুতুল, মাস্ক, মাটির জিনিসপত্র ভাস্কর্যের উদাহরণ। যিনি প্রস্তরাদি, কাঠ ইত্যাদি দিয়ে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করেন, তিনি ভাস্কর রূপে জনসম্মুখে পরিচিতি লাভ করেন। মূল ভাস্কর্য নির্মাণের পূর্বে ক্ষুদ্রাকার ত্রিমাত্রিক মডেল তৈরি করা, একে ম্যাকেট (maquette) বলে।
টেরাকোটা(Terracotta)
‘টেরাকোটা’ একটি লাতিন শব্দ। ‘টেরা’ অর্থ মাটি আর ‘কোটা’ অর্থ পোড়ানো। মানুষের ব্যবহার্য পোড়ামাটির ব্যবহার্য তৈরি সকল রকম দ্রব্য টেরাকোটা নামে পরিচিত। আঠালো মাটির সঙ্গে খড়কুটো, তুষ মিশিয়ে কাদামাটি প্রস্তুত করা। সেই মাটি থেকে মূর্তি, দৃশ্যাবলি তৈরি করে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে টেরাকোটা ভাস্কর্য তৈরি করা হয়।
মরাল (Mural) : দেয়াল বা ছাদে অঙ্কিত শৈল্পিক চিত্রকর্ম।
পটচিত্র (Scroll painting): পট শব্দের প্রকৃত অর্থ হলো কাপড়। শব্দটি সংস্কৃত ‘পট্ট’ থেকে এসেছে। বর্তমানে এই শব্দটি ছবি, ছবি আঁকার মোটা কাপড় বা কাগজের খণ্ড ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। পটের উপর আঁকা চিত্রকে পটচিত্র (Scroll painting) বলা হয়। যারা পটচিত্র অঙ্কন করেন, তাদের পটুয়া বলা হয়।
স্কেচ (Sketch) : পেন্সিলে আঁকা চিত্র।
চিত্রশিল্প
রেনেসাঁসবাপুনর্জাগরণ (Renaissance)
Renaissance ফরাসি শব্দ। রেনেসাঁস (Renaissance) শব্দটির অভিধানিক বা আক্ষরিক অর্থ পুনর্জন্ম। রেনেসাঁস একটি শিল্প আন্দোলন। চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত ইউরোপের শিল্প-সংস্কৃতি-বিজ্ঞানে যে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়, তাকে ইউরোপের রেনেসাঁ বা পুনর্জাগরণ (Revival Or Rebirth Of Learning) বলা হয়ে থাকে। অনেকের মতে, ইউরোপে রেনেসাস শুরু হয়েছিল ১২৬৫ খ্রিস্টাব্দে (ত্রয়োদশ শতাব্দীতে) ইতালির ফ্লোরেন্স শহরে। ১৪৫৩ খ্রিস্টাব্দে অটোম্যানদের হাতে কনস্টান্টিনোপলের পতনের পরে সেখানকার পণ্ডিতরা ইউরোপের বিভিন্ন দেশে বিশেষত ইতালিতে পাড়ি জমায়। তাদের আগমনে ইতালিতে রেনেসাঁস ত্বরান্বিত হয়। লিওনার্দো দ্য ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলা Renaissance man হিসেবে সুপরিচিত।