বেলফোর ঘোষণা, ১৯২৬: এর মাধ্যমে ইম্পেরিয়াল সম্মেলনে ব্রিটিশ কমনওয়েলথ অব ন্যাশনস ধারণার পত্তন হয়।
স্ট্যাটু অব ওয়েস্টমিনিস্টার, ১৯৩১: এটি ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদিত আইন এর মাধ্যমে উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেয়া হয় এবং কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে স্বাতন্ত্র্য মর্যাদা পায়।
লন্ডন ঘোষণা, ১৯৪৯: কমনওয়েলথ নাম থেকে ব্রিটিশ কথাটি বাদ দেওয়া হয় এবং কমনওয়েলথ অব নেশনস প্রতিষ্ঠা লাভ করে।
(খ) সদস্যপদ
ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ কমনওয়েলথের সদস্য। ব্রিটেনের রানী হলেন কমনওয়েলথ এর প্রধান। মোজাম্বিক ও রুয়ান্ডা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত না হয়েও কমনওয়েলথভুক্ত দেশ। আবার যুক্তরাষ্ট্র, মায়ানমার প্রভৃতি দেশ ব্রিটিশ শাসনাধীন ছিল কিন্তু কমনওয়েলথভুক্ত নয়।
আয়তনে কমনওয়েলথ এর-
বৃহত্তম দেশ
কানাডা
ক্ষুদ্রতম দেশ
নাউরু
জনসংখ্যায় কমনওয়েলথ এর-
বৃহত্তম দেশ
ভারত
ক্ষুদ্রতম দেশ
নাউরু
প্রাক্তন সদস্য দেশ: আয়ারল্যান্ড (১৯৪৯ খ্রি.), জিম্বাবুয়ে (২০০৩ সালে) এবং মালদ্বীপ (২০১৬)।
পুনরায় যোগদানকারী সদস্য দেশ: ফিজি (২০১৪ সালে), গাম্বিয়া (২০১৮ সালে)।