ওয়ার্ল্ড রিসোর্স ইন্সটিটিউট (WRI) একটি বিশ্ব গবেষণাধর্মী স্বাধীন ও বেসরকারী প্রতিষ্ঠান যা টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে সমতা ও সমৃদ্ধি তৈরিতে কাজ করে। জেমস গুস্তাভ (James Gustave) – এর নেতৃত্বে ১৯৮২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এর সদর দপ্তর অবস্থিত। জলবায়ু (climate), পরিচ্ছন্ন শক্তি (clean energy), খাদ্য (food), বন (forests), জল (water) এবং টেকসই শহর and (sustainable cities) এই ৬টি ক্ষেত্রে এর কার্যক্রম পরিচালিত হয়।