এশিয়ান দেশগুলোর মধ্যে সড়কপথে বাণিজ্য ও পর্যটন বাড়াতে ১৯৫৯ সালে এশিয়ান হাইওয়ে প্রতিষ্ঠার উদ্যেগ নেয় জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন। এশিয়ান হাইওয়ে প্রকল্পের নাম Asian Transport Infrastructure Development. ALTID প্রকল্প এর শাখা এশিয়ান মহাসড়ক ট্রান্স এশিয়ান রেলওয়ে এবং Facilitation of land Transport. এশিয়ান হাইওয়ের দৈর্ঘ্য ১.৪১.১০৫ কি. মি. । ট্রান্স এশিয়ান রেলওয়ের দৈর্ঘ্য। ১৪০৪৭৯ কি. মি. । এর বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১৮০৪ কি. মি. । ২০০৩ সালে ESCAP এর ৫৮ তম সম্মেলন এ বিষয়ে ৩২ টি দেশের মধ্য একটি আন্তসমঝোতা হয়। পরবর্তীতে ৩২ টি দেশের মধ্যে ২৮ টি দেশ এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে। সিঙ্গাপুর, বাংলাদেশ, উত্তরকোরিয়া ও তুর্কেমেনিস্থান এখনও এতে স্বাক্ষর করেনি। এশিয়ান হাইওয়ে চুক্তিটি কার্যকর হয় ৪ জুলাই ২০০৫ সালে। ২০০৭ সালের নভেম্বরে বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক এ যোগদান করে। ১৫ জুন ০৯ এশিয়ান হাইওয়ের সাথে বাংলাদেশের যুক্ত হবার বিষয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়।