আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তর মহাদেশ হল উত্তর আমেরিকা। ১৪৯২ সালে ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস উত্তর আমেরিকা মহাদেশে আবিষ্কার করেন। এই মহাদেশের নামকরণ করা হয় ১৪৯৭ সালে আমেরিগো ভেসপিচুর নমানুসারে। উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা ২৩ টি। আধুনিক বিশ্ব রাজনৈতিক সর্বাপেক্ষা প্রভাব বিস্তাকরী দেশ যুক্তরাষ্ট্র এই মহাদেশে অবস্থিত।