১৯১৭ খ্রিস্টাব্দের ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোরের লিখিত একটি ঘোষণাপত্র বেলফোর ঘোষণা নামে পরিচিত। এতে প্যালেস্টাইনে একটি ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়।
ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা
১৯৪৮ সালের ১৪ মে ফিলিস্তিনিদের মাতৃভূমিতে সম্পূর্ণ অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
ইসরায়েলকে স্বীকৃতি দানকারী
দেশ
সময়কাল
প্রথম দেশ
যুক্তরাষ্ট্র
১৪ মে, ১৯৪৮ খ্রি.
প্রথম মুসলিম দেশ
তুরস্ক
২৮ মার্চ, ১৯৪৯ খ্রি.
প্রথম আরব দেশ
মিশর
২৬ মার্চ, ১৯৭৯ খ্রি.
প্রথম আরব-ইসরায়েল যুদ্ধ
সময়কাল
মে, ১৯৪৮ -১৯৪৯
ফলাফল
ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। যুদ্ধ পরবর্তী আরব-ইসরায়েল যুদ্ধবিরতি সীমারেখা ‘গ্রিন লাইন’ নামে পরিচিত ছিল।
দ্বিতীয় আরব-ইসরায়েলযুদ্ধ বা সুয়েজ সঙ্কট [Suez Crisis]
সময়কাল
২৯ অক্টোবর-৭ নভেম্বর, ১৯৫৬
পক্ষসমূহ
মিশর বনাম ইসরাইল-ফ্রান্স-ব্রিটেন
ফলাফল
মিশর সুয়েজখাল জাতীয়করণ করে।
তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধ বা ছয় দিনের যুদ্ধ [Six Day War]
সময়কাল
৫-১০ জুন, ১৯৬৭
বিজয়ী
ইসরায়েল
প্রতিপক্ষ
মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক
ফলাফল
ইসরাইল মিশরের গাজা এবং সিনাই উপদ্বীপ, সিরিয়ার গোলান মালভূমি, জর্ডানের পশ্চিম তীর (পূর্ব জেরুজালেমসহ) দখল করে নেয়।
চতুর্থ আরব-ইসরায়েল যুদ্ধ বা ১৯৭৩ এর তেল সংকট (Oil Crisis of 1973)
আরব-ইসরাইল যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরাইলকে সহায়তা করে। ১৯৭৩ সালের ১৭ অক্টোবর তেল সংকটের সূচনা হয়। এই দিন তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক আরব-ইসরায়েল যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে ঘোষণা করে যে, ইসরায়েলকে সমর্থনকারী কোনো দেশে তারা তেল সরবরাহ করবেনা। এই ঘোণার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ এবং জাপানে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এই খনিজ তেলের উপর শিল্পোন্নত দেশসমূহের নির্ভরতার সুযোগে ওপেকের সদস্য রাষ্ট্ররা একচেটিয়াভাবে তেলের দাম বাড়িয়ে দেয়। ফলে পশ্চিমা বিশ্বের অর্থনীতিতে সংকটের সূচনা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল সিনাই উপত্যকা এবং গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের অঙ্গীকার করলে ওপেক ১৯৭৪ সালের মার্চ মাসে তেল নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়।