ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ সুমাত্রা, বোর্নিও (কালিমানতান), জাভা, সুলাওসি, নিউগিনি (ইরিয়ান জায়া), বালি প্রভৃতি। আয়তনে ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ সুমাত্রা। জাভা ইন্দোনেশিয়া তথা পৃথিবীর সর্বাধিক জরবহুল দ্বীপ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা জাভা দ্বীপে অবস্থিত।
রাজনৈতিক পরিক্রমা
১৯৪৯ সালে ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
সুকর্ণ (মেয়াদ- ১৮ আগষ্ট, ১৯৪৫-১২ মার্চ, ১৯৬৭ খ্রি.): ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাশ্ট্রপতি এবং স্বাধীনতা সংগ্রামের সফল নেতৃত্বদানকারী নেতা। তিনি বাংকর্ন (Bung Karno) নামেও পরিচিত ছিলেন।
জেনারেল সুহার্তো (মেয়াদ- ২৭ মার্চ, ১৯৬৮ – ২১ মে, ১৯৯৮ এবং ভারপ্রাপ্ত হিসেবে ১২ মার্চ, ১৯৬৭ – ২৭ মার্চ, ১৯৬৮ খ্রি.): ছিলেন ইন্দোনেশিয়ার দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি টানা ৩২ বছর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
মেঘবতী সুকর্ণপুত্রী (মেয়াদ- ২৩ জুলাই, ২০০১-২০ অক্টোবর, ২০০৪ খ্রি.): ২০০১ সালে ইন্দোনেশিয়ার পঞ্চম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপ্রধান।
প্রশাসনিক কাঠামো
• আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ।
• পাপুয়া (পূর্ব নাম – ইরিয়ান জায়া) ইন্দোনোশিয়ার একটি স্বাধীনতাকামী প্রদেশ।