বাল্টিক রাষ্ট্র : বাল্টিক সাগরের তীরবর্তী দেশসূহকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়। এগুলো হল-১. আস্তোনিয়া ২. লাটভিয়া ৩. লিথুয়ানিয়া স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র: স্কেন্ডেনেভিয়ান উপদ্বীপ অবস্থিত দেশসমূহকে একত্রে স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র বলা হয়। স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র হল ৫ টি । এগুলাে হল-১. আইসল্যান্ড ২. ডেনমার্ক ৩. নরওয়ে ৪. সুইডেন ৫. ফিনল্যান্ড বলকান রাষ্ট্র: বলকান পর্বতমালার পাদদেশে অবস্থিত রাষ্ট্রসমূহকে একত্রে বলকান রাষ্ট্র বলা হয়। বলকান রাষ্ট্র মোট ১১ টি। এগুলো হল ১. সার্ভিয়া ২. মান্টিনিগ্রো ৩. ক্রোয়েশিয়া ৪. স্লোভেনিয়া ৫. বসনিয়া হার্জেগোভেনা ৬. মেসিডোনিয়া ৭. কসোভো ৮. আলবেনিয়া ৯. বুলগেরিয়া ১০. গ্রিস ১১. রোমানিয়া । সাবেক সোভিয়েত ইউনিয়ন : ১৯৯১ সালের ২১ ডিসেম্বর সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। যার মধ্যে ১০ টি ইউরোপ মহাদেশে অবস্থিত এবং ৫ টি এশিয়া মহাদেশে অবস্থিত। এগুলো হল -১.রাশিয়া ২. ইউক্রেন ৩. বেলারুশ ৪. মালদাভিয়া ৫.আর্মেনিয়া ৬. জর্জিয়া ৭. আজারবাইজান ৮. এস্তোনিয়া ৯. লাটভিয়া ১০. লিথুয়ানিয়া ১১. কাজাকিস্তান ১২. উজবেকিস্তান ১৩. তাজিকিস্তান ১৪. তুর্কমেনিস্তান ১৫. কিরগিজস্তান। সি. আই. এস ভুক্ত রাষ্ট্রসমূহ : সি. আই এস বলতে বুঝায় কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেনস স্টেটস। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠিত হয় তাদের নিয়ে এই সংগঠনটি গঠিত হয়। এর সদস্য সংখ্যা ১২ টি । এগুলো হল -১. রাশিয়া ২. বেলারুশ ৩. ইউক্রেন ৪. আর্মেনিয়া ৫. আজারবাইজান ৭. মোলদাভিয়া ৮. কাজাকিস্তান ৯. উজবেিকস্তান ১০. তাজিকিস্তান ১১. কিরগিজস্তান ১২. তুর্কমেনিস্তান। সাবেক যুগোশ্লাভিয়া: ১৯৯২ সালে সাবেক যুগোশ্লাভিয়া ভেঙ্গে ৭ টি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। এগুলো হল -১. সার্বিয়া ২.মন্টিনিগ্রো ৩. ক্রোয়েশিয়া ৪. স্লােভেনিয়া ৫. বসনিয়া হার্জেগোভেনা ৬. মেসিডোনিয়া ৭. কসোভো ইউরোপ মহাদেশের রাজনৈতিক দিক: উপরোপ মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা ৫০ টি ।এর মধ্যে ১ টি দেশ রয়েছে যে দেশ জাতিসংঘের সদস্য নয়। সেটা-হল ভ্যাটিকান।