২২ মার্চ, ১৯৪৫ আরবলীগ প্রতিষ্ঠিত হয় এবং মিশরের কায়রোতে এর দপ্তর স্থাপিত হয়।
(খ) সদস্য ও পর্যবেক্ষক
আরবলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৬টি। যথা- সৌদি আরব, ইরাক, মিশর, লেবানন, জর্ডান এবং সিরিয়া। ৫ মে, ১৯৪৫ ইয়েমেন আরবলীগে যোগদান করে। ৯ সেপ্টেম্বর, ১৯৭৬ প্যালেস্টাইন। মুক্তি সংস্থা (পিএলও) আরব লীগের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে। আরবলীগের বর্তমান সদস্য দেশ ২২টি। যথা
• আলজেরিয়া
• বাহরাইন
• কমোরোস
• জিবুতি
• মিশর
• ইরাক।
• জর্ডান
• কুয়েত
• লিবিয়া
• লেবানন
• মরক্কো
• মৌরিতানিয়া
• ফিলিস্তিন
• ওমান
• সৌদি আরব
• কাতার।
• সোমালিয়া
• সুদান
• সিরিয়া
• তিউনিশিয়া
• সংযুক্ত আরব আমিরাত
• ইয়েমেন
বর্তমানে সিরিয়ার সদস্যপদ স্থগিত রয়েছে। আরব লীগের পর্যবেক্ষক দেশ ৪টি। যথা- ইরিত্রিয়া, ব্রাজিল, ভারত এবং ভেনিজুয়েলা।