প্রখ্যাত শিক্ষাবিদ এবং বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল- মুতী শরফুদ্দিন সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন । ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এদেশে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য ইউনেস্কোর আন্তর্জাতিক "কলিঙ্গ পুরস্কার " (১৯৮৩) লাভ করেন। তার বিজ্ঞান বিষয়ক গ্রন্থের মধে "এসো বিজ্ঞানের রাজ্যে " আবিষ্কারের নেশায়" রহস্যের শেষ নেই, সাগরের রহরের রহস্যপুরী , জানা-অজানা দেশ, বিশেষ উল্লেখযোগ্য ।