UNDP হচ্ছে জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগ। এটি জাতিসংপ্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম। মানব উন্নয়ন সূচক (Human Development Index - HDI) ধারণাটির উদ্ভাবক UNDP। HDI হলো জীবন প্রত্যাশা (স্বাস্থ্য, শিক্ষা এবং আয়ের সমন্বিত পরিসংখ্যানের ভিত্তিতে দেশসমূহের শ্রেণিবিন্যাস। মানব উন্নয়ন সূচকে নিম্নভাগে অবস্থানকারী (মাথাপিছু GNI ৯০৫ মার্কিন ডলারের কম, সম্পদ উন্নয়ন প্রভৃতি) দেশসমূহকে স্বল্পোন্নত দেশ (Least Developed countries LDCs) বলে। বর্তমানে স্বল্পোন্নত দেশ ৪৭টি। এ পর্যন্ত ৫টি দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। যথা- বতসোয়ানা (১৯৯৪ খ্রি.), কেপভার্দে (২০০৭ খ্রি.), মালদ্বীপ (২০১১ খ্রি.) সামোয়া (২০১৪ খ্রি.) এবং সর্বশেষ নিরক্ষীয় গিনি (২০১৭ খ্রি.)। UNDP স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে।